চিত্রগ্রাহক আনোয়ার হোসেন স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
সাংস্কৃতিক অঙ্গণকে শোক সাগরে ভাসিয়ে চিরবিদায় নিয়েছেন কিংবদন্তি আলোকচিত্র শিল্পী ও দেশের শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণে এখন শুধুই আনোয়ার হোসেন।
আগামী ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ শর্ট ফিল্ম এর আয়োজনে অনুষ্ঠিত হবে প্রয়াত আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী। আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্রে বিকাল ৪টায় এ অনুষ্ঠান শুরু হবে। সেখানে আনোয়ার হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করবেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম এবং আশীষ খন্দকার।
আনোয়ার হোসেনের চিত্রগ্রহণে বাংলাদেশের প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ছবি ‘সূর্য দীঘল বাড়ি’ ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘চাকা’।
আনোয়ার হোসেন সিনেমাটোগ্রাফির কারণে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ‘সূর্য দীঘল বাড়ী’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘পুরস্কার’, ‘অন্য জীবন’, ‘দহন’, ‘হুলিয়া’, ‘চাকা’, ‘চিত্রানদীর পাড়ে’,‘লালসালু’, ‘লালন’ এবং ‘শ্যামল ছায়া’ ছবিতে চিত্রগ্রহণ করেন।
উল্লেখ্য, ১ ডিসেম্বর শনিবার সকালে রাজধানীর একটি হোটেল কক্ষে মৃত্যু হয় আনোয়ার হোসেনের। ৩ ডিসেম্বর তাঁকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।