বাংলা সিনেমার হাল সময়ের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদ। পোড়ামন-২ সিনেমার পর দহন সিনেমা করে এখন জনপ্রিয়তার তুঙ্গে তিনি। তরুণদের ক্রেজ সিয়াম বিয়ে করেছেন রোববার। সন্ধ্যায় রাজধানীর এক পার্টি সেন্টারে কাছের কিছু মানুষকে নিয়ে বিয়ে সারেন তিনি। বিয়ের পর বর সাজে কনে প্রেমিকা অবন্তীর সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। এ নিয়ে সরব ফেসবুকসহ গণমাধ্যম।
পাত্র-পাত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব উপস্থিত আছেন সেখানে। বিয়ের অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আর দুই পরিবারের আত্মীয় স্বজনরাই উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন সিয়াম। আগামী বছর বিবাহোত্তর সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। সেখানে বড় করে জমকালো আয়োজন থাকবে।
এর আগে শুক্রবার রাতে সিয়ামের হবু স্ত্রীর বারিধারার বাড়িতে ঘরোয়া আয়োজনে কনের হলুদ করা হয়। শনিবার রাতে সিয়ামের রাজারবাগের বাড়িতে হয় তাঁর গায়ে হলদু।
দীর্ঘ সাত বছর ধরে অবন্তীর সঙ্গে প্রেম করছেন সিয়াম। তবে কার সাথে প্রেম করছেন এর আগে সে বিষয়ে গণমাধ্যমে কখনোই মুখ খুলেননি তিনি। শুধু জানিয়েছিলেন যার সাথে প্রেম করছেন তিনি মিডিয়ার কেউ না। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সামনে রেখে এবার পরিচয় দিলেন হবু স্ত্রীর। তার নাম অবন্তী।