আশি ও নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে দুর্বত্তদের হাতে গুলিতে নিহত হন।
আজকের এই দিনে কালচারাল ইয়ার্ড পরিবার তাকে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করছে।
১৯৬৩ সালে ঢাকার বনানীতে জন্মগ্রহণ করেন তিনি। খুব বেশি চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি। তবে কিছু ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
অভিজাত ধনী পরিবারের সন্তান ছিলেন সোহেল চৌধুরী। বাবার নাম তারেক আহমেদ চৌধুরী ও মা নূরজাহান বেগম। ১৯৮৬ সালে অভিনেত্রী পারভীন সুলতানা দিতিকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে জন্ম নেয় মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে দীপ্ত চৌধুরী।
১৯৮৪ সালে এফডিসিতে নতুন মুখের সন্ধানের মাধ্যমে সিনে জগতে প্রবেশ করেন। সেই বছরেই নির্মাতা এফ কবির চৌধুরী পরিচালিত পর্বত সিনেমার মাধ্যমে অভিষেক। প্রায় ৩০ টির মতো সিনেমায় অভিনয় করেন তিনি।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে হীরামতি, বিরহ ব্যথা, দাঙ্গা ফ্যাসাদ, পাপী শত্রু প্রভৃতি।