মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ এর শর্টফিল্ম ফিকশন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে বাংলাদেশী ছবি মীনালাপ। ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন সুবর্ণা সেঁজুতি টুসি।
চলতি মাসের ১৪ তারিখে শুরু হয় এ উৎসব। এ উৎসবে এশিয়ার দেশগুলো থেকে অংশ নেওয়া ছবিগুলো থেকে বাছাইকৃত চলচ্চিত্র প্রদর্শণ করা হয়। সেখান থেকে নির্বাচিত হয়ে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় মীনালাপ। ২০ তারিখ সমাপণী অনুষ্ঠানে পুরস্কারজয়ী চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়।
এর আগে ‘মীনালাপ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ১৪ তম ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘গ্রান্ডপিক্স’ পুরস্কার অর্জন করে। এছাড়া ডিডোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ক্রিটিক্স অ্যাওয়ার্ড অর্জন করে ছবিটি।
পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম থেকে পুনে শহরে আসা গার্মেন্টসে কর্মরত একটি বাঙালি দম্পতির, আশায় আবর্তিত শহুরে নিঃসঙ্গ জীবনের মুহূর্তগুলো নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির দৈর্ঘ্য ২৮ মিনিট।