শাহেদ নুর :
এ বছরের ঢালিউড চলচ্চিত্রে কিছু হিট সিনেমা, কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন অনেকে। তবে সেই হিটের তালিকা হাতেগোনা। আর আলোচনায় আসার মতো ছবিও তেমন নেই। তবে সবকিছু ছাপিয়ে এ বছর ঢালিউডের নায়িকারা নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে আলোচনা তৈরি করেছেন। বেশ কিছু নায়িকা সেরা পারফর্মেন্স করে নিজেদের জাত চিনিয়েছেন। এর মধ্যে বছরজুড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন যারা তাদের মধ্যে প্রথম সারিতে থাকা তিনজন নায়িকার চিত্র তুলে ধরছে ‘কালচারাল ইয়ার্ড’।
জয়া আহসান
বছরের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়িকা হিসেবে দুই বাংলায় যার নাম উচ্চারিত হয়েছে সবচাইতে বেশি তার নাম ‘জয়া আহসান’। জীবনের সেরা অভিনয় দিয়ে দুই বাংলায় জয় করেছেন সেরা অভিনয়শিল্পীর তকমা। ছাড়িয়ে গেছেন অন্য সবাইকে। বছরের শুরুতেই ৫ জানুয়ারি মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘পুত্র’। একটি অটিস্টিক শিশুর মা হিসেবে অভিনয় করে প্রশংসা কুড়ান সমালোচকদের। ছবির গুরত্বপূর্ণ চরিত্রই তিনি। হালের নায়িকা পরিচয়ের বাইরে তিনি হয়ে উঠেছেন চলচ্চিত্র জগতের একজন গুনী অভিনেত্রী হিসেবে। আর তাই তো গুনী অভিনয়শিল্পী হিসেবে ফেব্রুয়ারিতে প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের (ইস্ট) জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন জয়া আহসান।
প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেও জয়া আহসান নাম কুড়ান এ বছর। তার প্রথম প্রযোজিত সিনেমা ‘দেবী’ সফলতা অর্জন করে। এ ছবির ব্যতিক্রমী প্রচারণা দৃষ্টি কাড়ে সবার। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে করা ‘দেবী’ সিনেমার রানু চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। দেবী নিয়ে বছরের মাঝামাঝি থেকেই ঢাকাই চলচ্চিত্রে আলোচনায় ছিলেন জয়া আহসান। যদিও ‘দেবী’ প্রচারণার সময় থেকেই জয়ার বয়স বিতর্ক ছিলো তুঙ্গে। সে সমালোচনায় ঘি ঢেলে দিয়েছেন জয়া নিজের অভিনয় প্রতিভা দিয়ে।
তাঁর রানু চরিত্রটি ছিলো এ বছরের সেরা অভিনয়। এ ছবির পুরোটা সময় জুড়ে তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। এ ছবি মুক্তির পর বয়স বিতর্ক নিয়ে কাউকে আর সরব দেখা যায়নি। ওপার বাংলায়ও এ বছর আলোচনার শীর্ষে ছিলেন জয়া আহসান। সৃজিত মুখার্জী পরিচালিত ‘এক যে ছিলো রাজা’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে দৃষ্টি কাড়েন সবাই। বাংলার বাইরেও ছবিটিতে জয়ার অভিনয় প্রশংসা কুড়ায়। এছাড়া তার অভিনীত ‘ক্রিসক্রস’ সিনেমাটি আরেকটি সাফল্যের পালক যুক্ত করে তার ক্যারিয়ারে। এদিকে কৌশিক গাঙ্গুলির বিসর্জনের সিক্যুয়েল ‘বিজয়া’ দিয়ে এখন আলোচনায় তিনি।
পরীমনি
গেলো বছরগুলোতে ঢালিউডের অন্যতম আলোচিত ও সমালোচিত নায়িকা ছিলো পরীমনি। মানহীন নায়িকা হিসেবে পরিচিত পেতে শুরু করেছিলেন তিনি। তবে সেই পরীমনি এ বছর নতুন রূপে হাজির হয়েছেন। করেছেন একটি সিনেমা। তবে আলোচনায় ছিলেন সারা বছর। এ বছর পরীর অভিনয়ে মুগ্ধ সবাই। প্রশংসায় ভাসছে পরীমনি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ছবি ‘স্বপ্নজাল’র নায়িকা হয়ে অভিনয় করে আলোড়ন তুলেছেন।
সমালোচকরাও মুগ্ধ নতুন পরীকে পেয়ে। সমালোচকরা বলছেন, স্বপ্নজালের শুভ্রা চরিত্রটি বাংলা চলচ্চিত্রে এ বছরের সেরা অভিনয়। তথাকথিত নায়িকা থেকে একজন দক্ষ অভিনয়শিল্পীর পরিচয় দিয়েছেন পরীমনি। ‘স্বপ্নজাল’র দেওয়া ডায়ালগ: ‘তুমি আমার’-এ সংলাপটির ডেলিভারি ছিলো চমৎকার। এছাড়াও তাঁর এক্সপ্রেশন মুগ্ধ করেছে চলচ্চিত্রবোদ্ধা থেকে শুরু করে চলচ্চিত্রপ্রেমী দর্শককে। -এমনটাই বলছেন সবাই।
‘স্বপ্নজাল’ সিনেমাকে ক্যারিয়ারের সেরা ছবি হিসেবে ঘোষণা দেন নায়িকা পরীমনি নিজেই। এরপর তিনি ঘোষণাও দেন এখন থেকে বাছাই করে ভালো ভালো সিনেমায় অভিনয় করবেন তিনি।
পূজা চেরী
ঢালিউডের সর্বকনিষ্ঠ নায়িকা পূজা চেরী। বিদ্যালয়ের গন্ডিই পার হননি এখনও। শিশুশিল্পী থেকে এখন নায়িকা হিসেবে অভিষেক ঘটেছে তার। তবে অভিষেকেই করেছেন বাজিমাত। চলতি বছরের আলোচিত সিনেমা ‘পোড়ামন ২’ ও ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। মুক্তি পায় তাঁর অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর জাহান’। বছরের শুরুতে মুক্তি পায় ‘নূর জাহান’। এই ছবি দিয়ে আলোচনায় আসেন পূজা চেরী। এরপর মুক্তি পায় আলোজিত সিনেমা ‘পোড়ামন ২’। আলোচিত অভিনেতা সিয়ামের সঙ্গে জুটি হয়। এই জুটির নাম হয় সিয়াম-পূজা জুটি। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে হিট নায়িকার তকমা জুটে তাঁর। এ বছরের পূজা অভিনীত শেষ ছবি ‘দহন’ মুক্তি পায়। ছবিটিতে অভিনয়ের মাধ্যমে আবারও দর্শক, সমালোচকদের প্রশংসায় ভাসেন তিনি। বছর শেষে আলোচিত নায়িকাদের সবার উপরের তালিকায় এখন তাঁর নাম।
এই আলোচিত তিন নায়িকার পরে যাদের নাম এ বছরের আলোচনার সূচিতে রয়েছে তাদের মধ্যে আরও রয়েছেন শাকিব খানের সঙ্গে জুটি বেধে অভিনয় করা ‘সুপার হিরো’ নায়িকা শবনম বুবলী ও ‘জান্নাত’ ছবিতে অভিনয় করে আলোচনায় থাকা মাহিয়া মাহি। এছাড়া বাংলাদেশের প্রথম সুপার হিরো ফিল্ম হিসেবে খ্যাত‘বিজলি’তে অভিনয় ও প্রযোজনা করে আলোচনায় স্থান করে নিয়েছেন ববি।