শাহেদ নুর:
বেশ কয়েক বছর ধরে ছোটপর্দায় ও অনলাইন প্লাটফর্মে নাটক ও ফিকশন বানিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন কিছু নতুন ও পুরনো নির্মাতা। তাদের নির্মাণে এ বছর নাটকের দর্শকও ছিলো অনেক। বিশেষ করে অনলাইন প্লাটফর্মে এ সব নাটকের প্রচুরসংখ্যক ভিউ ও টিভি নাটকে জনপ্রিয়তায়ও ছিলো এ সব নাট্য নির্মাতার নাম। সেখান থেকে বাছাই করে বছরের সবচেয়ে আলোচিত ৩ নির্মাতাকে নিয়ে কালচারাল ইয়ার্ডের বছর শেষের পর্যবেক্ষণ।
আশফাক নিপুণ
বছরের আলোচিত দুই টেলিভিশন নাটক ‘ফেরার পথ নেই’ ও ‘সোনালী ডানার চিল’। দুটি নাটক দর্শক পছন্দে শীর্ষে ছিলো। টেলিভিশন থেকে অনলাইন প্লাটফর্মেও নাটকটি বেশ সমাদৃত হয়। এ নাটক দু’টির নির্মাতা আশফাক নিপুণ ছোটপর্দার সেরা নির্মাতা হিসেবে ছিলো সারা বছর আলোচনায়। বলা হয় এ বছর তাঁর ক্যারিয়ারের সেরা সময় ছিলো। সামাজিক সচেতনতামূলক ও পারিবারিক দ্বন্ধমূলক নাটক বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ দুটি নাটক ছাড়াও বেশকিছু নাটক তাঁর ঝুড়িতে সাফল্য ভরে দেয়। এগুলোর মধ্যে আছে কানামাছি ভোঁ ভোঁ, লায়লা- তুমি কি আমায় মিস করো, কে, চলছে চলবে চাকা প্রভৃতি।
মাবরুর রশিদ বান্নাহ
টেলিভিশন ও অনলাইন প্লাটফর্মে এবার প্রশংসিত নাটক বানিয়ে বেশ সাড়া ফেলেছেন ছোটপর্দার হালের মেধাবী নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তাঁর অনেক নির্মাণের মধ্যে ব্যাপক প্রশংসিত হয় নাটক‘হোম টিউটর’। এছাড়া লালাই, ছেলেরাও কাঁদে, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, তনিমা, বেকার, মানুষ হবো, বেড সিন, ফুল হাতা হাফ শার্ট, ছাত্র, ব্রা-দার প্রভৃতি নাটক ব্যাপক সমাদৃত হয়।
মিজানুর রহমান আরিয়ান
গেল বছরে ‘বড় ছেলে’ নির্মাণ করে জনপ্রিয়তার শীর্ষে থাকা ছোটপর্দার মেধাবী নির্মাতা নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এবারও বেশকিছু জনপ্রিয় নাটক নির্মাণ করে আলোচনার শীর্ষে ছিলেন। এবারে‘বুকের বাঁ পাশে’ নাটক নির্মাণ করে দর্শকনন্দিত হন এই নির্মাতা। এছাড়া সংসার, ঘুরে দাঁড়ানোর গল্প, পাসওয়ার্ড, সুখে দু:খে, শোক হউক শক্তি, ফেসবুক ছাড়ার ৬ টি উপায়সহ বেশকিছু নাটক নির্মাণ করে আলোচনায় ছিলেন তিনি।
এছাড়া মেধাবী চলচ্চিত্র ও টেলিভিশনের মেধাবী ফিকশন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ‘আয়েশা’নামের টেলিভিশন ফিকশন নির্মাণ করে এ বছর দর্শকদের চাহিদায় যুক্ত করেন নতুন মাত্রা। জনপ্রিয় এই নির্মাতার নাটক দশ বছর পর টিভি পর্দায় দেখলেন তাঁর ভক্ত দর্শকরা।
এছাড়া বেশকিছু মেধাবী তরুণ নির্মাতা টেলিভিশন ফিকশন বানিয়ে আলোচিত ছিলেন এ বছর। হিমেল আশরাফ শাড়ী, ওগো বধু সুন্দরী, সব গল্প রুপকথা নয়সহ বেশকিছু ফিকশন, রেদোয়ান রনি ‘পাতা ঝরার দিন’, সাজ্জাদ সুমন কলুর বলদ, নুহাশ হুমায়ূন ৭০০ টাকা ও পিজ্জা বয়, সাগর জাহান নীল গ্রহ, ইমেল হক দ্য নাইট ওয়াচম্যান, মুস্তফা কামাল রাজ হ্যালো ৯১১ লাভ ইমার্জেন্সি নির্মাণ করে আলোচনায় ছিলেন।