আশিক খান :
সময়ের আবর্তে চলে যাচ্ছে আরও একটি বছর। ২০১৮ পেরিয়ে এবার ২০১৯-এ পা রাখবে সারাবিশ্ব। তার আগে আমরা দেখার চেষ্টা করেছি কেমন কেটেছে এ বছরের দেশের টেলিভিশনগুলো। কেমন ছিলো তাদের অনুষ্ঠান, সংবাদ আর নাটকগুলোর অবস্থা। পুরো বছরব্যাপী নানা জাকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশের দর্শকদের মাতিয়ে রেখেছিল আমাদের টেলিভিশনগুলো। বছরজুড়ে যে অনুষ্ঠানগুলো আলোচনায় ছিলো, তার মধ্যে শীর্ষ ১০টি অনুষ্ঠানের অবস্থা তুলে ধরছে ‘কালচারাল ইয়ার্ড’।
ইত্যাদি
১৯৯০-এর দশকে শুরু হওয়া বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবারও টিভি অনুষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। বরাবরের মত অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
এবছরও সমাজের নানা অসংঙ্গতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপনা করা হয়। নানা-নাতি, মামা-ভাগ্নে, বিদেশী ছবির বাংলা সংলাপ, দর্শক পর্ব, গান আর ইত্যাদির নিয়মিত শিল্পীদের পরিবেশনায় সাজানো ছিলো প্রতিটি পর্ব। যার সর্বশেষ অনুষ্ঠাটি ধারণ করা হয়েছিল সুনামগঞ্জের টেকেরহাটে। বর্তমানে তিন মাস অন্তর অন্তর অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হয়।
হৃদয়ে মাটি ও মানুষ
বাংলাদেশের বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানসমূহের মধ্যে অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’। যা বাংলাদেশের কৃষি ব্যবস্থা ও কৃষক জীবনকে তুলে ধরছে এ বছরও। সাধারণত কৃষি, প্রামাণ্যচিত্র, ভ্রমণ, অর্থনীতি, গ্রামীণ জীবন এর উপপাদ্য বিষয়। দেশের পাশাপাশি দেশের বাইরে থেকেও অনুষ্ঠানটি বিভিন্ন কৃষিবিষয়ক তথ্য সংগ্রহ করে। ছাদ কৃষি নিয়ে এ বছর অনুষ্ঠানে বিভিন্ন পর্ব প্রচারিত হয়েছে।
হৃদয়ে মাটি ও মানুষ বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে সম্প্রচারিত শাইখ সিরাজ প্রযোজিত, উপস্থাপিত ও পরিচালিত অনুষ্ঠান। ২০১৪ সালের একুশে ফেব্রুয়ারি থেকে প্রতি শনিবার রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হয়ে আসছে।
আজকের সংবাদপত্র
সংবাদপত্র নিয়ে চ্যানেল আইয়ের মধ্যরাতের আয়োজন ‘আজকের সংবাদপত্র’। মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় ২০০৫ সালের ৬ আগস্ট থেকে শুরু হওয়া সরাসরি সম্প্রচারের এ অনুষ্ঠানটি দেশ-বিদেশে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে। এ বছরও দিনের প্রকাশিত পত্রিকার প্রথম সংস্করণের কপি নিয়ে রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আইয়ের ভিন্নধর্মী আয়োজন ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানটি। দর্শকরা পত্রিকা হাতে পাওয়ার আগেই জেনে যাচ্ছেন দিনের আলোচিত ঘটনা ও প্রকাশিত সংবাদের বিশ্লেষণ। ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে নিয়মিত সিনিয়র সাংবাদিক, সম্পাদক, সাবেক উপদেষ্টা, অর্থনীতিবিদসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে থাকেন।
পাঁচফোড়ন
দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন ‘পাঁচফোড়ন’ নির্মাণ করে থাকে। এটি একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়।
এ বছরও প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছিল ‘পাঁচফোড়ন’। ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নে কোরবানির ঈদকে নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। আর আলোচনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। এবারের পাঁচফোড়নেও দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম।
১৩নং বোর্ডিং
খুব অল্প সময়ে সেলিব্রেটি লাফটার শো ‘১৩নং বোর্ডিং’ অনুষ্ঠানটি দর্শকের মনোযোগ কেড়েছে। এনটিভিতে ২৭ নভেম্বর ২০১৭ থেকে অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের সোমবার রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হয়। ২০১৮ সালেও দর্শক অকর্ষনের কেন্দ্রবিন্দুতে ছিলো ১৩নং বোর্ডিং। এটি একটি হাসির বিনোদনমূলক অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান। এই অনুষ্ঠানে এক বা একাধিক সেলিব্রেটি অতিথির সাথে হাস্য-রসাত্মক, নাটকীয় ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে কয়েকটি চরিত্রের আগমন ঘটেছে। সেলিব্রেটি আড্ডা অনুষ্ঠানের গতানুগতিকতার বাইরে এই লাফটার শো।
স্টার নাইট
মাছরাঙা টেলিভিশন বরাবরই তাদের অনুষ্ঠারনমালায় ভিন্নতা রাখায় সচেষ্ট থাকে। সেখানকার একটি আলোচিত অনুষ্ঠান ‘স্টার নাইট’। দেশসেরা একজন তারকা অতিথি হয়ে আসেন এ অনুষ্ঠানে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানটিতে এ বছর বিভিন্ন সময় অতিথি হিসেবে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, মৌসুমিসহ আরও তারকাদের। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ারের বিভন্ন দিক নিয়ে কথা বলেছেন তারা। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও পরিকল্পনায় ‘স্টার নাইট’ প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। এতে উপস্থাপক হিসেবে আছেন মারিয়া নূর।
সেন্স অফ হিউমার
বর্তমানে বেসরকারি টেলিভিশনগুলোর জনপ্রিয় টকশো গুলোর মাঝে অন্যতম হলো ‘সেন্স অফ হিউমার’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা শারিয়ার নাদিম জয়। ২০১৮ সালেও বিভিন্ন তারকাদের নিয়ে অনুষ্ঠানটি সাজানো ছিলো। তারকাদের কথার মারপ্যাচে ফেলে এ অনুষ্ঠানে না বলা কথা বের করে আনা হয়। যা বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।
রাজকাহন
বেশ কিছুদিন হলো যাত্রা শুরু করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ। আর এর প্রধান আকর্ষণ হয়ে দাড়িয়েছে তার অনুষ্ঠার রাজকাহন। সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক টকশো ‘রাজকাহন’-এর সঞ্চালক হিসেবে দেখা যায় নবনীতা চৌধুরী। তথ্যভিত্তিক আলোচনা ও নির্ভীক প্রশ্নবাণে সরকার ও রাজনৈতিক নেতাদের ঘায়েল করে সমাদৃত তিনি।
আয়েশা
যে কয়েকটি নাটক এ বছর খুব বেশি সমাদৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত আয়েশা। বাংলাদেশের দর্শকদেরকে এই নাটকটি শুধু মুগ্ধই করেনি, বরং তাদের হৃদয়ও ছুঁয়ে গেছে। নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আই- তে প্রচারিত হয়। জনপ্রিয় পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালনায় আয়েশা নাটকটি নির্মিত হয়েছে আনিসুল হকের আয়েশামঙ্গল উপন্যাসের কাহিনী অবলম্বনে। নাটকটি সত্তরের দশকের এক অস্থির সময়ের গল্প।
বুকের বা পাশে
জনপ্রিয় নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বুকের বা পাশে’ টেলিফিল্মটি এবার দর্শক প্রিয়তার শীর্ষে ছিলো। ঈদ উপলক্ষে নাটকটি এনটিভিতে প্রচারিত হয়। নাটকটিতে একটি মিষ্টি প্রেমের গল্প দেখানো হয়েছে।