ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। নায়ক হতে পা রেখেছিলেন ইন্ড্রাস্ট্রিতে। নায়ক হয়ে দুটি ছবিতে অভিনয়ও করেছিলেন। কিন্তু সেখানে সুবিধা করতে না পেরে ভিলেন হয়েই মাত করলেন ঢালিউডের গত চার দশক। খলনায়ক হিসেবে পার্দায় হাজির হয়ে আতংক ছড়ান মিশা। পর্দায় হয়ে উঠেন সবার নিন্দার পাত্র। আবার ভালো মানুষের চরিত্রেও দেখা মেলে তার। সেখানেও তাঁর জুড়ি নেই। সবধরণের চরিত্রে অভিনয় করে আকাশচুম্বি জনপ্রিয়তা অর্জন করেছেন। সর্বশেষ হয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি।
আজ তাঁর জন্মদিন। গুনী এই শিল্পীকে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
১৯৬৬ সালের ৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন। এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে অংশ নিয়ে মনোনীত হন তিনি। ছট্কু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে নায়ক হিসেবে অভিষেক। এরপর অমরসঙ্গী ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। কিন্তু নায়ক হিসেবে সাফল্য পাননি। পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন।
১৯৯৪ সালে তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ ছবিতে ভিলেন চরিত্রে আত্নপ্রকাশ করেন মিশা সওদাগর। এ পর্যন্ত আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।
কাজের স্বীকৃতি হিসেবে ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।
মিশা সওদাগর ২০১৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে টানা দ্বিতীয়বারের মত নির্বাচিত হন।