৭৬তম গোল্ডেন গ্লোব ২০১৯-এর সেরা চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে হলিউডের সাড়া জাগানো ছবি বোহেমিয়ান রাপসডি। স্থানীয় সময় রোববার রাতে গোল্ডেন গ্লোব ২০১৯ এর আসর বসে যুক্তরাষ্ট্রে। এবারে দ্য বেভারলি হিলটন বলরুমে ৭৬তম গোল্ডেন গ্লোবের রেড কার্পেট মাতিয়েছেন হলিউডের বড় বড় তারকারা। উপস্থাপনায় ছিলেন অভিনেত্রী সান্দ্রা ও এবং অভিনেতা-কমেডিয়ান অ্যান্ডি স্যামবার্গ। চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৭টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে।
বোহেমিয়ান রাপসডি ছবিটি জিতে নিয়েছে প্রধান দুটি পুরস্কার। বেস্ট ড্রামা এবং বেস্ট ড্রামা অ্যাক্টর পুরস্কার। রামি মালেক ফ্রন্টম্যানের চরিত্রে অভিনয় করে এই পুরস্কার জিতেছেন। তবে বোহেমিয়ান রাপসডি পুরস্কার জেতায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই ভাবেননি যে এই ছবি মূল দুটি পুরস্কার নিয়ে যেতে পারবে। বলা হয়ে থাকে গোল্ডেন গ্লোব এ যেসব ছবি পুরস্কার জিতে, সেগুলো অস্কারেও আধিপত্য করে। তাই অস্কার নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা।
আলোচিত ছবি ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবি পেয়েছে মাত্র একটি পুরস্কার। বেস্ট ওরিজিনাল সং এর পুরস্কার পায় ছবিটি। এই ছবির ‘শ্যালো’ গানের জন্য পুরস্কার জিতেছেন লেডি গাগা। ‘গ্রিন বুক’ ছবি পেয়েছে সেরা স্ক্রিন প্লে, সেরা কমেডি ফিল্ম এবং সেরা সহ-অভিনেতার (মাহেরশালা আলি) পুরস্কার।
এছাড়া সেরা অভিনেত্রী গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ), সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) ক্রিশ্চিয়ান বেল (ভাইস) এবং সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) হয়েছেন অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)। এছাড়ার বিভিন্ন ক্যাটাগারিতে চলচ্চিত্রে ও টেলিভিশন অনুষ্ঠানের জন্য পুরস্কার দেওয়া হয়।