নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার পর্দা উঠছে সিনেমার অন্যতম বৃহৎ মিলনমেলা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ৯ দিন ব্যাপী চলা এই উৎসবে ৭২ দেশের ২১৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তুরস্ক-জর্ডানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্য গেস্ট’ চলচ্চিত্রটি উদ্বোধনী দিন প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তুরস্কের নির্মাতা আন্দাজ হাজানেদারগলু।
বৃহস্পতিবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।
এ উপলক্ষে বুধবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উৎসবের বিস্তারিত জানানো হয়। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, উৎসবের জুরি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির কার্যনির্বাহী সদস্য ম. হামিদ, উৎসব প্রোগ্রামার জোহরে জামালি ও ইয়াসিম গুজেলপিনার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এবারের উৎসবে থাকছে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম বিভাগ। ৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্রের মধ্যে পূর্ণদৈর্ঘ্য (৭০ মিনিটের বেশি) ১২২টি, চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ৯৬টি প্রদর্শিত হবে।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তন ও যমুনা ব্লকবাস্টার সিনেমায় বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে সহযোগিতা করছে তাদের মধ্যে অন্যতম অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় দূতাবাস।
উৎসবে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে।