চলচ্চিত্রাচার্য আলমগীর কবিরের ৩০তম প্রয়াণ দিবস আগামী ২০ জানুয়ারি রোববার। এ দিবসকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি, বাংলাদেশ ফিল্ম স্কুল যৌথভাবে আয়োজন করেছে তিনদিনব্যাপি কর্মসূচি। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন জানিয়েছেন, ১৮ জানুয়ারি শুক্রবার ও ১৯ জানুয়ারি শনিবার দুইদিনব্যপী আলমগীর কবিরের চলচ্চিত্র ও চিন্তা অধ্যয়ন কর্মশালা অনুষ্ঠিত হবে। বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসাইন কর্মশালাটি পরিচালনা করবেন।
২০ জানুয়ারি রোববার আলমগীর কবির স্মরণ আলোচনা ও আলমগীর কবির স্মৃতি বক্তৃতা অনুষ্ঠিত হবে। স্মরণ আলোচনা করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। আলমগীর কবির স্মৃতি বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার ও লেখক তানভীর মোকাম্মেল।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপি এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাঁরা আগ্রহী তাঁদেরকে নিজের নাম, বয়স ও পেশা লিখে ০১৯১২ ২৩১৭৮৫ নম্বরে এসএমএস করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়েছে।