১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে বিভিন্ন বিভাগে বেশ কিছু সিনেমা পুরস্কৃত হয়। এ সব বিভাগের তিন বিভাগে তিনটি বাংলা ছবি পুরস্কৃত হয়েছে। এর মধ্যে দুটি বাংলাদেশের ও একটি পশ্চিম বাংলার। ভারতের বাংলা চলচ্চিত্র ‘এক যে ছিল রাজা’ উৎসবের ‘বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড’ বিভাগে পুরস্কৃত হয়েছে। বাংলাদেশ প্যানোরোমা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র মাসুম আজিজ নির্মিত ছবি ‘সনাতন গল্প’ ও নারী নির্মাতা বিভাগে শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার জেতে লীসা গাজী নির্মিত ‘রাইজিং সাইলেন্স’।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। জুরি বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের মো: রফিকুজ্জামান, ফ্রান্সের পিরি সিমন গুটমান, ভারতের রেখা দেশপান্ডে, বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, তথ্য মন্ত্রনালয়ের সচিব আব্দুল মালেক প্রমুখ।
উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগ, রেস্ট্রোস্পেক্টিভ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, বেস্ট চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, উইমেন ফিল্মমেকার সেকশনসহ শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্টে মোট আটটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
শিশু চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় তালগট টেমেনভ নির্মিত কাজাখস্তানের চলচ্চিত্র ‘লিটল প্রিন্স ইন আওয়ার সিটি’। নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগে ফিলিপাইনের ডেনিস ওহারা নির্মিত পুর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মামাঙ’ও ফাতেমা আহমাদির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিটার সি’ পুরস্কৃত হয়।
এশিয়া কম্পিটিশন বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায় কিরগিজস্তানের সিনেমা ‘ডারাক ইরে’। এর নির্মাতা এইবেক ডেয়িরবেকভ। ড্রেসেজ ছবির জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক পুরস্কার জেতেন ইরানের পোয়া বাদকোবেহ। এছাড়া এ বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পান তুরস্কের ইগিত এগে ইয়াজার, শ্রেষ্ঠ অভিনেত্রী তুরস্কের সফরা সিরলারি, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক কাজাখস্তানের রিফকাত ইব্রাজিমভ ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ফিলিপাইনের রদি ভেরা পুরস্কার জেতেন।
স্পিরিচুয়াল ফিল্মস বিভাগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভারত-ইউক্রেন যৌথ প্রযোজনায় ডার গে নির্মিত ‘নামদেভ বাহু’ ও ইরানের শাহরিয়ার পউরসেয়েডিয়ান নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিটার্ন’ পুরস্কৃত হয়। এছাড়া এ বিভাগে প্রামাণ্যচিত্র বেলজিয়াম ও ইথিওপিয়ার যৌথ প্রযোজনায় ‘ওয়াকিং ফর জেনা’ পুরস্কার পায়। এর নির্মিাতা ফ্রেডরিক ফারনেলা এন্ড ওলিভার বউরগেট।