নিজস্ব প্রতিবেদক :
টেলিভিশন নাটক ও অনুষ্ঠানের সহকারী পরিচালকদের নিয়ে গঠিত হলো ‘টেলিভিশন অ্যাসিসটেন্ট ডিরেক্টরস অর্গানাইজেশন অব বাংলাদেশ’ (ট্যাডোব) এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি। দুই বছর ধরে এ সংগঠনটি একটি আহ্বায়ক কমিটি দিয়ে চলছিলো। সহকারী পরিচালকের জীবন মান উন্নয়নে এ সংগঠন নিজেদের কাজ নিয়ে এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যাক্ত করা হয়।
শুক্রবার বিকাল চারটায় এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে সংগঠনের এক সাধারণ সভায় এর পথচলা শুরু করলো প্রথম পূর্ণাঙ্গ কমিটি। সভায় সহকারী পরিচালকদের সাংগঠনিক প্রক্রিয়া চুড়ান্ত করাসহ আহ্বায়ক কমিটির মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। ট্যাডোবের উপদেষ্টা ও ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সভাপতি এস এ হক অলিক, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না, সাংগঠনিক সম্পাদক আজম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জল, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন এর যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল ও ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় জীবন রায়কে সভাপতি ও রাজ্জাক রাজকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। এছাড়া কমিটিতে আরও আছেন, সহ-সভাপতি: মনসুর আলী বাবলু, মনির হোসেন, এ.আর আকাশ। সাধারণ সম্পাদক: মো. আব্দুর রাজ্জাক গাজী (রাজ্জাক রাজ), সহ-সাধারণ সম্পাদক: মাছুম প্রধান, সহ-সাধারণ সম্পাদক: আবুল কালাম আজাদ (অপূর্ব রানা), সাংগঠনিক সম্পাদক: শ্যামল শিশির, অর্থ-সম্পাদক: সজীব মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: ইয়াসিন রহমান সুমন, দপ্তর সম্পাদক: মো. সফিউল বি জিতু, প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক: সামছুর আলম সুমন (এস. এ সুমন), আন্তর্জাতিক সম্পাদক: এম. এইচ. রাসেল এবং আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক: ফজলুল সেলিম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আনিসুজ্জামান শামীম, শাহরিয়ার কবির, সকাল আহমেদ সুমন, নূর জবা, দ্বীন ইসলাম সম্রাট, মিজানুর রহমান রাকিব, ফয়সাল আহমেদ, মিশুক মিঠু, শাহিন আলম।
কমিটি গঠনের আগে আহ্বায়ক কমিটি বিগত ২ বছরের অর্থনৈতিক আয় ব্যয় সংক্রান্ত হিসাব তুলে ধরে। সদস্যদের উপস্থিতি ও সর্ব সম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র পাঠের মাধ্যমে সকলের মতামত গ্রহণ করা হয়।