নিজস্ব প্রতিবেদক :
ইফতেখার-উদ্দিন নওশাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘মধুমিতা মুভিজ’ আয়োজন করেছে সাতদিনব্যপী দেশের কালজয়ী পুরনো কিছু সিনেমার প্রদর্শনী। এ প্রদর্শনীর ধারাবাহিকতায় রোববার প্রদর্শিত হচ্ছে ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর অভিনীত সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’।
ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতায় সারাদিনে তিনটি শো চলবে এই সিনেমার। দুপুর ১২টা, বিকাল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত পৌনে ৯টায় চলচ্চিত্রটি দেখানো হবে। ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমাটি পরিচালনা করেছিলেন এম এম সরকার। যা মুক্তি পায় ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর।
এই সিনেমায় সালমান শাহ ও শাবনূর ছাড়াও অভিনয় করেন ডলি জহুর, দিলদার, আহমেদ শরীফ, প্রবীর মিত্র প্রমুখ। সিনেমাটির প্রযোজনা করেছিলো শক্তি ফিল্মস।
এদিকে শুক্রবার থেকে শুরু হয়েছে এই সিনেমা সপ্তাহ। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। ২১ জানুয়ারি প্রদর্শিত হবে ‘দূরদেশ’ সিনেমা। ১৯৮৩ সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও কানাডার সম্মিলিত উদ্যোগে আলোচিত দূরদেশ ছবিটি মুক্তি পায়। বাংলাদেশের প্রখ্যাত পরিচালক এহতেশাম এবং ভারতের অমরিশ পরিচালনা করেছিলেন বহুল প্রশংসিত এ ছবিটি।
বাংলাদেশ থেকে এ ছবির প্রযোজক ছিল মধুমিতা মুভিজ। দূরদেশ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেন বাংলাদেশের দর্শকনন্দিত নায়িকা ববিতা। ওই সময়ে বলিউডের চারজন সুপারস্টার অভিনয় করেছিলেন এই ছবিতে। ভারতের শশী কাপুর, শর্মিলা ঠাকুর, রাজ বব্বর এবং পারভিন ববি- এই চার শিল্পীর সঙ্গে বাংলাদেশের সুপারস্টার ববিতা ও পাকিস্তানের সুপার স্টার নাদিম ছিলেন বাড়তি আকর্ষণ।
২২ জানুয়ারি প্রদর্শিত হবে ‘মিস লংকা’ চলচ্চিত্র। বাংলাদেশ-পাকিস্তানের যৌথ প্রযোজনায় ‘মিস লংকা’ মুক্তি পায় ১৯৮৫ সালে। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে ববিতা কুড়ান প্রশংসা। ছবিটির বাংলাদেশি পরিচালক ইকবাল আখতার।
২৩ জানুয়ারি প্রদর্শিত হবে মধুমিতা মুভিজের আরও একটি ছবি ‘এক মুঠো ভাত’। এটি নির্মাণ করেছেন ইবনে মিজান। এতে অভিনয় করেছেন চিরসবুজ নায়ক জাফর ইকবাল। পরিচালক ইবনে মিজান রাজেশ খান্না অভিনীত ‘রুটি’ ছবির আদলে ‘এক মুঠো ভাত’ তৈরি করেন যেখানে রাজেশ খান্নার চরিত্রটি করেন জাফর ইকবাল। ১৯৭৬ সালে মুক্তি পাওয়র এই ছবির নায়িকা ববিতা।
সর্বশেষ ২৪ জানুয়ারি শুক্রবার ‘নাচের পুতুল’ সিনেমাটি প্রদর্শিত হবে। রাজ্জাক-শবনম জুটির এই চলচ্চিত্রটির নির্মাতা অশোক ঘোষ। ১৯৭১ সালে এটি মুক্তি পায়।