আগামী ২২ মার্চ মুক্তি পাচ্ছে ঢালিউড বাদশাহ শাকিব খানের সিনেমা ‘শাহেনশাহ’। এ ছবির প্রথম টিজার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। শাকিবের চিরাচরিত অ্যাকশন, রোমান্স আর লুকের সমন্বয়ে নবরুপে শাকিব। বাড়তি যোগ হয়েছে হিমশীতল ভয়ংকর আবহের সংলাপ। বিশেষ করে শাকিব খানের মুখে শোনা যায়ে একটি মাত্র সংলাপ ‘ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অব শাহেনশাহ’।
বহুল প্রতীক্ষিত এ ছবির টিজার প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এটি ব্যাপক সাড়া ফেলেছে। শুক্রবার সন্ধ্যায় শামীম আহমেদ রনি পরিচালিত ও শাপলা মিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটির টিজার প্রকাশ হয়। এরপর থেকে ১ মিনিট ২৭ সেকেন্ডের এই টিজারটির ভিউ বাড়ে ব্যাপক হারে। এ নিয়ে চলে আলোচনা ও সমালোচনা। শনিবারে ইউটিউবে এ টিজারের দর্শকসংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। ফেসবুক ও ইউটিউবের বিভিন্ন গ্রুপ ও পেইজে শেয়ার হয়ে যাচ্ছে এটি।
বিশেষ করে ‘শাহেনশাহ’ ছবিতে শাকিবের লুক নিয়ে আলোচনা হচ্ছে। ব্যাপক সমালোচনাও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শাকিবের সঙ্গে প্রথমবার জুটি বেধে শাহেনশাহ ছবিতে আলোচিত হচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়াও। এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছেন নবাগতা নায়িকা রোদেলা জান্নাত। ছবিতে আরও আছেন চার শক্তিমান অভিনেতা উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরীফ ও ডন।