নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারে চালু হলো মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের নতুন আরেকটি শাখা। বসুন্ধরা সিটি ছাড়াও এখন এ সিনেপ্লেক্সে উন্নতমানের প্রদর্শন ব্যবস্থায় সিনেমা দেখতে পারবেন রাজধানীর দর্শক। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন রোববার থেকে সিনেমা দেখতে পারবেন দর্শক।
শনিবার বিকেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও প্রযোজক আবদুল আজিজ। উপস্থিত ছিলেন মিডিয়ার তারকা, নির্মাতা, করপোরেট ব্যক্তিত্ব, সংবাদমাধ্যমকর্মীসহ অনেকে।
তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, গত ১০ বছরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। শুধু শহর নয়, গ্রামের মানুষের জীবনেও আমূল পরিবর্তন হয়েছে। জীবনযাপন, বিয়ের অনুষ্ঠানেও পরিবর্তন এসেছে। শুধু সিনেমাহলগুলোর পরিবর্তন আসেনি। স্টার সিনেপ্লেক্স হল আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণে এগিয়ে এসেছে। এজন্য সাধুবাদ জানাই।
সীমান্ত সম্ভারের দশম তলায় অবস্থিত নতুন সিনেপ্লেক্সে তিনটি হল রয়েছে। আর্ন্তজাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত অ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরণের সুবিধা থাকছে এখানে। স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় শুরুতেই প্রদর্শনী হচ্ছে গেল বছরের আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘দেবী’। এর মধ্য দিয়ে ‘দেবী’ প্রদর্শনীর ১০০তম দিন পূর্ণ করবে। এছাড়াও হলিউডের ‘গ্লাস’, ‘ড্রাগন বল সুপার: ব্রলি’ ও ‘রেপ্লিকাস’ নামের ছবিগুলো প্রদর্শনী হবে প্রথম দিন।
নতুন সিনেপ্লেক্সে প্রথম দিনের ছবি
রাজধানীর ধানমন্ডি, জিগাতলাসহ এর আশে-পাশের এলাকার দর্শকদের সুবিধার কথা চিন্তা করে এ স্টার সিনেপ্লেক্স বলে জানায় কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে নতুন মাইলফলক তৈরি করছে স্টার সিনেপ্লেক্স।
স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা রাজধানীর সীমান্ত সম্ভারে নতুন মাল্টিপ্লেক্স সিনেমা হল চালু করতে যাচ্ছি। এর মধ্য দিয়ে দ্বিতীয় স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হচ্ছে। যা আমাদের পথচলায় নতুন মাত্রা যোগ করছে। দর্শকদের ভালোবাসা-ই আমাদেরকে এ যাত্রায় অনুপ্রেরণা যুগিয়েছে। আমরা শুরু থেকেই দেশের দর্শকদের সিনেমা দেখার নতুন পরিবেশ উপহার দিতে চেয়েছি। তারই ধারাবাহিকতায় এগিয়ে চলছে আমাদের এই প্রয়াস। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে আমরা আরো অনেক দূর যেতে চাই।
২০১৯ সালের মধ্যে ঢাকার উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০ টি হল নির্মাণ এবং পর্যায়ক্রমে দেশব্যাপী ১০০ টি হল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।