নিজস্ব প্রতিবেদক :
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে জয়লাভ করলো মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল। সভাপতি, মহাসচিবসহ ১৯টি পদের মধ্যে ১৪টি পদে বিজয় পেয়েছেন তারা। বাকী ৫টিতে জয়লাভ করেছে বাদল খন্দকার ও বজলুর রাশেদ চৌধুরী প্যানেল। শনিবার সকাল পৌনে আটটায় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু এ ঘোষণা দেন।
এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৬২ হলেও ভোট পরেছে ৩১৯। বাতিল হয়েছে ২৭টি ভোট। বৈধ ভোট ছিলো ২৯২টি।
সভাপতি পদে ১৮৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন মুশফিকুর রহমান গুলজার। তার নিকটতম প্রতিদ্বন্ধি বাদল খন্দকার পেয়েছেন ১০৯ ভোট। মহাসচিব পদে ১৫৭ ভোট পেয়ে জয় পেয়েছেন বদিউল আলম খোকন। একই পদে বজলুর রাশেদ চৌধুরী ৬৮ এবং সাফি উদ্দিন সাফি ৬৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মমতাজুর রহমান আকবার ১৬১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি পেয়েছেন ১৩১ ভোট।
উপ-মহাসচিব পদে শাহীন সুমন, কোষাধ্যক্ষ পদে মো. সালাহ্উদ্দিন, সাংগঠনিক সচিব পদে কবিরুল ইসলাম রানা, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে মোস্তাফিজুর রহমান মানিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব শাহীন কবির টুটুল, প্রচার, প্রকাশনা ও দফতর সচিব মো. আনোয়ার সিরাজী নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল, ইলিয়াস ভূঁইয়া।