মুসলিম পরিবারের এক ধার্মিক মেয়ের চরিত্রে আবির্ভূত হচ্ছেন চিত্রনায়িকা অমৃতা খান। নতুন চলচ্চিত্র ‘রোমিও রংবাজ’ চলচ্চিত্রে সিলেটের ঘোমটা পরা নামাজী এক ধার্মিক মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা সায়েম জাফর ইমামী।
শুক্রবার রাজধানীর একটি রেঁস্তোরায় ছবিটির জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। চলচ্চিত্রটিতে অমৃতার বিপরীতে বড়পর্দায় অভিষেক হচ্ছে নবাগত নায়ক সালমান রাহগীর। ত্রিভূজ প্রেমের চলচ্চিত্রটিতে অমৃতা ছাড়াও দেখা যাবে নবাগতা ফাহমিদা দিবাকে। চলচ্চিত্রটিতে এন্টিহিরো হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা শিমুল খান। চার অভিনয়শিল্পী আনুষ্ঠানিকভাবে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
এ বিষয়ে নির্মাতা সায়েম জাফর ইমামী বলেন, চলচ্চিত্রটি রোমান্টিক অ্যাকশান ঘরানার। আগামী ১ ফেব্রুয়ারী থেকে সিলেটের মৌলভীবাজার, জুরী এবং শ্রীমঙ্গলে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। প্রথম পর্বে টানা দুই সপ্তাহ শুটিং করে ছবিটির মূল গল্পের সকল দৃশ্য ধারণের কাজ শেষ করা হবে। তারপর খুব দ্রুতই ছবিটির দ্বিতীয় পর্বে ৪ টি গানের দৃশ্য ধারণের মাধ্যমে ক্যামেরা ক্লোজ করতে চাই আমরা।
চিত্রনায়িকা অমৃতা খান বলেন, আমার চরিত্রটি সিলেটের এক মুসলিম পরিবারের ধার্মিক মেয়ের। সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকে স্কুল কলেজে যেতে, নামাজও পড়ে। প্রথম এ ধরণের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। চলচ্চিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী।
অনিক পরিচালিত গেম চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় চিত্রনায়িকা অমৃতা খানের। পরিচালকের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের খবর ফাঁস করে ঢালিউডে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি। সম্প্রতি তিনি অভিনয় করেছেন আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’ চলচ্চিত্রে। চলচ্চিত্রের পাশপাশি বিজ্ঞাপনেও নিয়মিত মডেলিং করছেন তিনি। শীঘ্রই তিনি আরও দু’টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হচ্ছেন বলে জানা গেছে।