বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি সোমবার। ২০১৯-২০ সেশনের জন্য এই কমিটি নির্বাচিত হয় গত ২৬ জানুয়ারি শনিবার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পরিচালক সমিতি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জহির রায়হান ভিআইপি প্রজেকশনে হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
টানা দ্বিতীয়বারের মতো সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব হয়েছেন বদিউল আলম খোকন। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর, উপ-মহাসচিব শাহীন সুমন, কোষাধ্যক্ষ মো. সালাহ্উদ্দিন, সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব শাহীন কবির টুটুল ও প্রচার, প্রকাশনা ও দফতর সচিব মো. আনোয়ার সিরাজী।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মণি, আবুল খায়ের বুলবুল ও ইলিয়াস ভূঁইয়া।