নিজস্ব প্রতিবেদক :
বুধবার সারাদিন গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে কেটেছে সিনেমার তারকাদের। চলচ্চিত্রের শিল্পীদের অংশগ্রহণে তারার হাট বসেছে যেন সেখানে। চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে এ বনভোজনে রুপালি পর্দার নতুন পুরনো তারকারা অংশ নিয়েছেন। গানে ও খেলাধুলায় উৎসবমুখর দিন কাটিয়েছেন।
বুধবার দুপুরে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। এ সময় সেখানে নিরব, সাইমন, ইমনসহ উপস্থিত ছিলেন অনেকে। প্রবীণ শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সুচরিতা, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, জাভেদ, হাসান ইমান, রোজিনা, ডিপজল, কাবিলাসহ অনেকে। এছাড়া অংশ নিয়েছেন রিয়াজ, পপি, অমিত হাসান, রেসি, অনন্ত জলিল, বর্ষাসহ নতুন পুরনো তারকারা।
নির্মাতাদের অনেকেও অংশ নিয়েছেন শিল্পীদের এই বনভোজনে। এদের মধ্যে সোহানুর রহমান সোহান, বদিউল আলম খোকন, মোস্তাফিজুর রহমান বাবুসহ আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। অনেক চলচ্চিত্র প্রযোজকও উপস্থিত ছিলেন বনভোজনে।
শিল্পীদের এই বনভোজনে সাপখেলা, নাগরদোলা, বালিশ খেলাসহ বেশ কিছু ঐতিহ্যবাহী খেলা ছিলো। ছিলো গান বাজনার আয়োজন। তবে আগের থেকে আজকের এ বনভোজনে উপস্থিতি কিছুটা কম ছিলো বলে মত দেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি বলেন, আগের যে কোন বনভোজনের তুলনায় এবারের উপস্থিতির হার কম ছিলো। তাই কিছুটা মন খারাপ। তবে সারাদিন একটা ভালো সময় কেটেছে।