নিজস্ব প্রতিবেদক:
বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত এক তরুণ সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান। ভাই শহীদুল্লাহ কায়সারসেক খুঁজতে গিয়ে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ হন তিনি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কয়েকজন সদস্য শহীদুল্লাহ কায়সারকে তাঁর বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেন নি। একজনের তথ্যের উপর নির্ভর করে ভাইকে খুঁজতে জহির রায়হান মিরপুর এলাকায় যান। নিজের মতাদর্শের কারণে স্বাধীনতাবিরোধীদের চক্ষুশূল ছিলেন তিনি। জানা যায় তারাই জহির রায়হানকে গুলি করে হত্যা করে। পরে ইতিহাস ঘেঁটে জানা যায় আজকের এ দিনে তিনি প্রয়াত হয়েছেন। এ দিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী যোদ্ধা জহির রায়হানের প্রতি কালচারাল ইয়ার্ড পরিবারের শ্রদ্ধা।
জহির রায়হান ছিলেন একজন ক্যামেরা যোদ্ধা। যুদ্ধের সময় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়িয়েছেন বাংলার এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত। যুদ্ধের নির্মমতা তুলে এনেছেন তাঁর ক্যামেরায়। নির্মাণ করেছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’। যার মাধ্যমে পাকিস্তানীদের বর্বরতার চিত্র তিনি বিশ্বব্যাপী দেখিয়েছেন। তিনিই প্রথম বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে নির্মাণ করেছেন সিনেমা ‘জীবন থেকে নেয়া’। এছাড়া তাঁর লেখায় ও মননে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ। শোষণের বিরুদ্ধে তাঁর কলম ও ক্যামেরা ছিল সদা তৎপর।
১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে। আয়োজন করা হয় জহির রায়হানের জীবন ও কর্মের ওপর আলোচনা, প্রামাণ্যচিত্র ও তার নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী প্রভৃতি।
১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেন জহির রায়হান। সাংবাদিক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৫০ সালে তিনি ‘যুগের আলো’ পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করা শুরু করেন। পরবর্তীতে তিনি ‘খাপছাড়া’, যান্ত্রিক, সিনেমা ইত্যাদি পত্রিকাতেও কাজ করেন।
চলচ্চিত্রকার জহির রায়হান সম্পর্কিত আরও খবর
⇒ বিপ্লবী চলচ্চিত্রকার জহির রায়হান
⇒ সোনালী যুগের সোনা ফলিয়েছেন জহির রায়হান
১৯৫৭ সালে পাকিস্তানী সিনেমা জাগো হুয়া সাবেরা’য় সহকারী হিসেবে কাজ করার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তিনি সালাউদ্দীনের ছবি যে নদী মরুপথেতেও সহকারী হিসেবে কাজ করেন। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এহতেশাম এর এ দেশ তোমার আমার ছবিতে কাজ করেন। তিনি এ ছবির নামসঙ্গীত রচনা করেছিলেন। ১৯৬০ সালে কখনো আসেনি চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় আসেন। ১৯৬৪ সালে তিনি পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’ নির্মাণ করেন (উর্দু ভাষার ছবি) এবং পরের বছর তাঁর প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র বাহানা মুক্তি দেন। জহির রায়হান ‘ভাষা আন্দোলনে’ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ২১শে ফেব্রুয়ারির ঐতিহাসিক আমতলা সমাবেশে উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলন তাঁর ওপর গভীর প্রভাব ফেলেছিল, যার ছাপ দেখতে পাওয়া যায় তার বিখ্যাত চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’তে।
তিনি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে অংশ নেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কলকাতায় চলে যান এবং সেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারাভিযান ও তথ্যচিত্র নির্মাণ শুরু করেন।
জহির রায়হান তাঁর ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্যচিত্রের জন্য অনেক বেশি আলোচিত। এছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর অনবদ্য সৃষ্টি ‘ইনোসেন্ট মিলিয়ন’, ‘এ স্টেইট ইজ বর্ন’, ‘লিবারেশন ফাইটার্স’।
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রেও ছিল জহির রায়হানের অবাধ বিচরণ । তাঁর প্রথম প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ, তৃষ্ণা। একুশে ফেব্রুয়ারি, কয়েকটি মৃত্যু, শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কত দিন। জহির রায়হান তাঁর একটি কাজ শেষ করে যেতে পারেন নি। ১৯৭০ সালে তিনি ‘লেট দেয়ার বি লাইট’ নির্মাণ শুরু করেছিলেন।