মিরপুরের ক্যান্টনমেন্ট এলাকার একটি কনভেনশন হলে বিশাল পরিসরে আয়োজন করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুন অর রশিদ অপুর বিবাহোত্তর সংবর্ধনা। সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক অপুকে বিয়ে করেছেন পারিবারিকভাবে। আর বিয়ে পরবর্তী সংবর্ধনার জমকালো আয়োজন হলো শুক্রবার। যেখানে রীতিমত সবাইকে চমকে দিয়ে ফারিয়া বধূ বেশে নৌকায় করে অনুষ্ঠানস্থলে এসে হাজির হন। আরও চমক দেখিয়ে অপু আসেন ঘোড়ায় চড়ে।
দুপুর সাড়ে তিনটা নাগাদ সেখানে আসেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট পর্দার তারকা সহকর্মী, বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যরা। ফারিয়াকে শুভ কামনা জানান ছোট পর্দার বেশ কয়েকজন পুরনো অভিনেতা অভিনেত্রী। তারকা অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন অপি করিম, বিপাশা হায়াত, মৌসুমি হামিদের মত তারকা অভিনেত্রীরা। জমকালো আয়োজনে হাসি-আনন্দে অনুষ্ঠানস্থলে দ্যুতি ছড়ান তারা।
গত বুধবার পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে মেহেদির অনুষ্ঠান হয় ফারিয়ার। ২৬ জানুয়ারি হয় গায়ে হলুদ। ১৮ ডিসেম্বর রাতে নিজের ফেসবুকে ফারিয়া তার স্বামী হারুন অর রশিদ অপুর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন। তখন ফারিয়া বলেছিলেন, কিছুদিন আগে আমাদের আকদ হয়েছে। সেখানে আমার এবং অপুর পরিবারের মানুষজন ছাড়া কেউ ছিল না।