নিজস্ব প্রতিবেদক :
নুসরাত ইমরোজ তিশা। বর্তমান সময়ের মেধাবী ও তুমুল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। জন্ম ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আগমন। সেখানে শিশুশিল্পী হিসেবে গানে অর্জন করেন প্রথম স্থান। টেলিভিশনে গান করতে গিয়ে জড়িয়ে যান অভিনয়ে। ১৯৯৭ সালে অনন্ত হীরার সাতপেড়ে কাব্য নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে অভিষেক। শিশুশিল্পী থেকে ২০০৩ সালে জড়ান মডেলিংয়ে। এরপর সমানতালে নাটক ও বিজ্ঞাপনে চলতে থাকে অভিনয় ও মডেলিং। টেলিভিশন নাটক, বিজ্ঞাপন, বাণিজ্যিক ও ভিন্ন ধারার সিনেমা সব মাধ্যমেই সমান জনপ্রিয় তিশা। তিনি এখন সময়ের জনপ্রিয় অভিনেত্রী। হন নায়িকাও।
সময়ের ব্যস্ততম এই নায়িকার জন্মদিন আজ। কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।
মাঝে কিছুটা বিরতির পর ২০১৪ সালে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন তিশা। ২০১৬ সালে তার অভিনীত দু’টি মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র মুক্তি পায়। ৬ মে মুক্তি পাওয়া অস্তিত্ব চলচ্চিত্রে তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী চরিত্রে অভিনয় করেন। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিল আরিফিন শুভ। শুভর সাথে তিনি পূর্বে ফারুকী পরিচালিত ওয়েটিং রুম টেলিছবিতে অভিনয় করেছিলেন।
অন্যদিকে অপর চলচ্চিত্র রানা পাগলা: দ্য মেন্টাল-এ তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। অস্তিত্ব চলচ্চিত্রে তার কাজের জন্য ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজনে তিনি কুসুম শিকদারের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।
২০১৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ডুব চলচ্চিত্রে একজন স্বনামধন্য পরিচালকের কন্যা চরিত্রে কাজ করে তিনি প্রশংসিত হন। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেন ইরফান খান। একই বছর তিনি হালদা নদী নিয়ে সচেতনতামূলক হালদা চলচ্চিত্রে হাসু চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন।
অভিনেত্রী তিশা সম্পর্কিত আর খবর
⇒ সময়ের ব্যস্ত অভিনেত্রী তিশার জন্মদিন
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), টেলিভিশন (২০১২), ক্রীড়া নাট্যধর্মী অস্তিত্ব (২০১৬), নাট্যধর্মী ডুব (২০১৭), হালদা (২০১৭), ফাগুন হাওয়ায় (২০১৮) এবং সর্বশেষ হলুদবনি (২০২০)।
অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে নুসরাত ইমরোজ তিশা শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ১০টি মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটক: নুরুল হুদা একদা ভালবেসেছিল, অরন্যে জ্যোৎস্না, লাইফপূর্ণ দৈর্ঘ্য, ক্যারাম প্রথম পত্র, ক্যারাম দ্বিতীয় পত্র, নিশি যাপন গেস্ট হাউস, রাত্রি ও নখত্তের মাঝখানে, সেভেন ডেইস, আজকের দেবদাস, একটি প্র্যভাটে নাম্বার, এপার্টমেন্ট লেটার, বৃষ্টি তোমাকে দিলাম, একুশের চিঠি, লেট নাইট শো, ছোট্ট শহরের স্বপ্ন, ময়না তদন্তসহ অসংখ্য।
ব্যক্তিগত জীবনে তিশা ২০১০ সালের ১৬ জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।