ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের অনুপস্থিতিতেই শুরু হলো নতুন চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’-এর শুটিং। শুক্রবার রাজধানী ঢাকার প্রিয়াঙ্কা শুটিং হাউজে ছবির শুটিং শুরু করেন মাস্টার মেকার মালেক আফসারী। মহরতে ও প্রথম চারদিনের শুটিংয়ে উপস্থিত না থাকতে পারলেও ৫ মার্চ থেকে যোগ দিবেন শাকিব।
শুক্রবার দুপুর থেকে শুরু হয় সিনেমাটির শুটিং। বুবলী, ইমনসহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা এতে অংশ নেন। পুরো মাস জুড়েই শুটিং চলবে।
বিকেলে অনুষ্ঠিত হয় শাকিব খানের প্রযোজিত এই দ্বিতীয় চলচ্চিত্রের মহরত। এসময় ছবির অপর প্রযোজক মোহাম্মদ ইকবাল, পরিচালক মালেক আফসারী, সাংবাদিক শাবান মাহমুদ, চিত্রনায়িকা বুবলী, চিত্রনায়ক ইমন, অমিত হাসান, কমল পাটেকার, ডনসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে ঈদুল ফিতরকে টার্গেট করে নির্মিত এই ছবিতে নতুন চমক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ‘লাল টিপ’ খ্যাত চিত্রনায়ক ইমন। তিন বছর পর আবারও একসাথে একই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাকিব ও ইমন। এর আগে তারা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। সিনেমায় ইমনকে শাকিব খানের ছোট ভাইয়ের চরিত্রে দেখা যাবে।
‘পাসওয়ার্ড’ শাকিবের বিপরীতে অভিনয় করবেন বুবলী। ছবিতে আরও একজন নায়িকা থাকবে বলে জানা গেছে।