মেয়েটি বন্ধুর বোন। সে হিসেবেই পরিচয়। আস্তে আস্তে জানা শোনা, কিছুটা কাছে আসা। কেটে গেলো ২ বছর। এরপরে প্রেম নিবেদন, মনের বিনিময়। সেটা চললো আরও সাত বছর। ঘটলো দীর্ঘ অপেক্ষার অবসান। এরপর তাদেরকে এক করার উদ্যোগ নিলো দুই পরিবার, সম্পন্ন হলো তাদের বিয়ে। কিন্তু বউকে ঘরে তুলতে অপেক্ষা করতে হলো আরও আড়াই মাস। অবশেষে আসলো সেই শুভক্ষণ। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বউ হিসেবে প্রিয়তমাকে ঘরে তুলো ছেলেটি….
এটা কোন নাটক সিনেমা বা গল্প নয়, সময়ের জনপ্রিয় তরুণ অভিনেতা সিয়াম আহমেদ ও তার দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীর জীবনের গল্প। ২০১৮ সালের ১৬ ডিসেম্বরে সিয়াম-অবন্তীর বিয়ে হয়। এসময় শুধু দুই পরিবারের কাছের আত্মীয়সহ ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন।
এরপর ২০১৯ সালের ১ মার্চ বন্ধু, আত্মীয়-স্বজন ও শোবিজ অঙ্গনের সহকর্মীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন এই দম্পতিকে অভিনন্দন জানাতে হাজির হয়েছেন শোবিজ ও গণমাধ্যমের অনেকেই। সেখানে যেন বসেছে তারার মেলা।
কনে অবন্তী অনুষ্ঠানে আসেন পালকিতে চড়ে। জাঁকজমকপূর্ণ আয়োজনে তখন গানের তালে নেচে উঠে পুরো পরিবেশ। এরপর মঞ্চে উঠানো হয় অবন্তীকে।
বরের বেশে সিয়াম হাজির হয়ে প্রথমেই পরেন গেট ধরার পাল্লায়। সেটা মিটিয়ে প্রবেশ করেন মুল মঞ্চে। বর কনেসহ উপস্থিত সকলের প্রাণবন্ত আনন্দ উৎসবের মধ্যদিয়ে শেষ হয় পুরো অনুষ্ঠান।