বরেণ্য সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎয়ের গানের মিউজিক ভিডিও প্রকাশ হচ্ছে পহেলা বৈশাখে। গানটি লিখেছেন ও প্রযোজসা করেছেন বিপ্লব সাহা। সুর ও সঙ্গীত করেছেন উজ্জ্বল সিনহা। তারকাবহুল এ মিউজিক ভিডিওতে নিজে মডেলও হয়েছেন এ শিল্পী।
‘নতুন দিনের নতুন রঙ-এ সবার মন দুলে যায়, চারিদিকে রঙের খেলা, গানে ছন্দ খুঁজে পায়’-এমন কথার গানটির মিউজিক ভিডিওতে নরেশ ভূঁইয়া, ওয়াহিদা মল্লিক জলি, নাবিলা, মনোজ কুমার, আসিফ খান, শাহেদ ফারহানসহ এক ঝাঁক র্যাম্প মডেল মডেল হয়েছেন। দেশিয় ঐতিহ্যের ফ্যাশন হাউজ বিশ্বরঙ-এর থিমসং হিসেবে তাদের ব্যানারে এটি প্রকাশ হবে।
এ বিষয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘মাস দেড়েক আগে গানটার রেকর্ড হয়েছে। অনেক বর্ণিল গানের লিরিকটা। বাংলাদেশের ষড়ঋতুর কথা বলা হয়েছে। বৈশাখ ছাড়াও যে কোন উৎসবে গানটি ব্যাবহার করা যাবে। লিরিক টিউন কম্পোজিশান সবকিছুই ভালো ছিলো।’