নারী দিবস উপলক্ষে আরটিভি ‘আলোকিত নারী সম্মাননা ২০১৯’ এর আসরে এবার সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের গুণী অভিনেত্রী শবনম এবং লোক গানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জমকালো আয়োজনে তাদের এই সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়া আরও মোট ৮ জন নারী পাচ্ছেন এ সম্মাননা।
চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য গুণী অভিনেত্রী শবনমকে সম্মাননা দেওয়া হবে। শবনম বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও জনপ্রিয় নায়িকা ছিলেন। তিনি ১১ বার সেখানকার সর্বোচ্চ স্বীকৃতি নিগার অ্যাওয়ার্ড অর্জন করেন। সর্বশেষ সিনেমায় কাজী হায়াত পরিচালিত ‘আম্মাজান’ ছবিতে সর্বশেষ অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন তিনি।
এদিকে সঙ্গীত ও সমাজ সেবায় অনন্য অবদানের জন্য লোক গানের শিল্পী মমতাজ বেগমকে দেওয়া হচ্ছে সম্মাননা। মাটি ও মানুষের শিল্পী মমতাজ তৃণমুল থেকে সর্বক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জনে করেন। এ দেশের মানুষকে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। গান গেয়ে সংসদ সদস্যও হয়েছেন তিনি। বর্তমানে গান আর সমাজসেবা নিয়ে ব্যাস্ত সময় কাটছে তার। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।