নিজস্ব প্রতিবেদক : পুলওয়ামার বালাকোট ইস্যুতে ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দনের অভিযান ও আটকের কাহিনী নিয়ে বলিউডে সিনেমা বানানোর পরিকল্পনা চলছে। প্রযোজক ও পরিচালকরা পরিকল্পনা করছেন এ বিষয়ে। এর মধ্যে এ চরিত্রে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ। এ চরিত্রে কে রুপদান করবেন এ নিয়ে চলছে ভক্তদের জল্পনা কল্পনা। এ চরিত্রের জন্য বলিউড সুপারস্টার রনবীর সিংয়ের নামও শোনা যাচ্ছে।
গত ২৭ ফেব্রুয়ারি পাক সেনার হাতে আটক হন অভিনন্দন। দীর্ঘ ৫৮ ঘণ্টা পাকিস্তানে আটক থেকে ছাড়া পান। শোনা যায় পাকিস্তানে থাকার সময় তার উপর প্রচণ্ড মানসিক নির্যাতন হয়েছে। তবে আটকের দুই দিন পর নিজ দেশে ফেরত আসেন তিনি। পাকিস্তানে অভিনন্দনের আটকের ঘটনায় ভারতজুড়ে চলে তাঁর বীরত্বগাঁথা রচনা। আর এবার চলছে অভিনন্দনকে নিয়ে ছবি নির্মাণের প্রতিযোগিতা।
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে তুমুল আলোচনার ঝড়। বলিউডের সুপারস্টার রনবীর সিংকে এ চরিত্রে অভিনয় করানোর পক্ষে মতও দেন চলচ্চিত্র ভক্তরা। কারণ হিসেবে তারা জানান রণবীর সিং এমন একজন অভিনেতা যিনি যে কোন চরিত্রই খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারেন। তবে অভিনন্দনের চরিত্রে রণবীরকে নেওয়া হবে কিনা সে ব্যাপারে কোনো ঘোষণা দেওয়া হয়নি এখনও।