সময়ের পরিক্রমায় বদলে গেছে সিনেমা প্রচারণা কৌশল। নতুন নতুন কৌশলে সিনেমার প্রচারণায় পিছিয়ে নেই বাংলাদেশও। এবারে ৮ মার্চ মুক্তি পাওয়া ‘যদি একদিন’ সিনেমা নিয়ে অভিনব প্রচারণায় আছেন অভিনেতা তাহসান খান ও পরিচালকসহ পুরো একটি টিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও শহরের স্কুল কলেজ বিশ্বদ্যিালয়ে মাইকিং, মিছিল ও ব্যান্ড পার্টি নিয়ে এ প্রচারণায় অংশ নিচ্ছেন তারা। এর মধ্যে ছবির নায়ক তাহসান ঘোষণা দিলেন ৫ টি পরিবারের কাছে গিয়ে চা খাবেন ও ছবির প্রচারণা করবেন। এমন প্রচারণা কৌশলে অভিভূত তাঁর ভক্তরা।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমার মধ্য দিয়েই চলচ্চিত্রে নায়ক হিসেবে আবির্ভূত হচ্ছেন সঙ্গীতশিল্পী ও ছোট পর্দার অভিনেতা তাহসান। চলচ্চিত্রের চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস। ৪০ টির মতো সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা রাজ।
এদিকে ‘যদি একদিন’ ছবি মুক্তির ঘোষণার পরপরই এর প্রচারণায় পুরো টিমের সাথে দিনরাত পার করছেন নির্মাতা রাজ ও নায়ক তাহসান। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি দর্শকদের কাছে যেয়ে যেয়ে সবাইকে ছবি দেখার আমন্ত্রন জানাচ্ছেন তারা। তাদের ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে রিকশায় মাইকিং করতে দেখা গেছে। রাজধানীতে দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটতেও দেখা গেছে পুরো টিমকে।
ফেইসবুকে এক ভিডিও বার্তায় তাহসান খান পাঁচটি পরিবারের কাছে স্বেচ্ছায় দাওয়াত নিয়েছেন। বলেছেন, সেই ৫টি পরিবারের কাছে গিয়ে তিনি চা খাবেন। তাদেরকে ছবিটি দেখার দাওয়াত দিয়ে আসবেন। প্রচারণার অংশ হিসেবেই তিনি বলছেন ‘যদি একদিন’ পারিবারিক ছবি। তিনি বলেন, পরিবারকে নিয়ে দেখার মতো একটি ছবি এটি।
এই পারিবারিক ছবিটি শুধু ক্যাম্পাসগুলোতে কেন প্রচারণা করছেন তিনি এক ভক্তের এমন প্রশ্নের জবাবে তাহসান ভিডিও বার্তায় বলেন,যিনি এমন প্রশ্ন তুলেছেন তার এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। আর তাই সিনেমা মুক্তির আগে একদিন আমি পাঁচটি পরিবারের কাছে ‘যদি একদিন’ এর প্রিমিয়ারের দাওয়াত নিয়ে যেতে চাই। তাদের বাসায় আমি দাওয়াত চাচ্ছি, সবার সাথে বসে চা পান করতে চাই। ফিল্মকাস্ট এর ফেসবুক পেইজের ইনবক্সে যে কেউ তার বাসার ঠিকানা পাঠিয়ে দিন, সেখান থেকে ভাগ্যবান পাঁচটি পরিবারের সাথে সাক্ষাৎ করতে তাদের বাসায় যাবো।