শুক্রবার বিশ্ব নারী দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে আলোচিত ছবি ‘যদি একদিন’। এই সিনেমার মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হলো জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের। তার পাশাপাশি ঢালিউডে অভিষেক হলো ওপার বাংলার চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এর আগে যৌথ প্রযোজনার চলচ্চিত্রে কাজ করলেও ঢাকাই ছবিতে এটাই তার প্রথম কাজ।
তাহসান শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, শিশুশিল্পী আফরিন শিখা রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা, সুজাত শিমুল, আনন্দ খালেদসহ আরও অনেকে।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিটি নির্মান করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। চলচ্চিত্রটিরর চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ। ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস।