নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী দিবসে মাহমুদ দিদার নির্মিত ‘বিউটি সার্কাস’ ও সাকিব সনেট নির্মিত ‘নোলক’এর সিনেমার বিশেষ প্রচারণা করা হয়েছে। শুক্রবার রাতে ‘বিউটি সার্কাস’ এর মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সার্কাসকে কেন্দ্র করে গণমানুষের পক্ষে এক নারীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে ‘বিউটি সার্কাস’এ। এদিকে কোন পোস্টার বা ফার্স্ট লুক নয় ‘নোলক’ এর চার অভিনেত্রীকে নিয়ে নারী দিবস উপলক্ষে একটি শুভেচ্ছা ছবি প্রচার করা হয়েছে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা।
‘বিউটি সার্কাস’ এর পোস্টারে দেখা যায় সার্কাসের পোশাকে এক ঝাঁক পায়রা উড়িয়ে বিজয়িনীরূপে হাজির জয়া আহসান। সম্প্রতি এর ফার্স্ট লুক টিজারও প্রকাশ পায়। সরকারি অনুদান ও ইমপ্রেস টেলিফিল্ম প্রয়োজিত ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। ছবিটির নকশা করেছেন সোহেল আনাম।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন ছবিটির বিষয়ে বলেন, ‘বিউটি সার্কাস’ সিনেমার গল্প আমি শুনেছি। এর গল্প আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমার মনে হয়েছে এটি খুবই তাৎপর্যপূর্ণ। নারী প্রতিরোধের জায়গা থেকে এটি একটি সৃজনশীল মনোবিকাশের কাজ হলো পাশাপাশি আমাদের দায়বদ্ধতার বিষয়েও এটা আমাদের স্বপ্নের কাজ হলো।
এ সময় তিনি মাহমুদ দিদারসহ এই ফিল্মের সবাইকে শুভেচ্ছা জানান। ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রটির শিল্পমান দর্শক হৃদয়কে আনন্দিত করবে ও আলোকিত করবে বলেওে আশা করেন সেলিনা হোসেন।
সিনেমাটির পাওয়ার্ড বাই স্পন্সরই কর্মার্স প্রতিষ্ঠান দারাজ। ‘বিউটি সার্কাস’ এর মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এ ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ুন সাধুসহ অনেকে।
নারী দিবসের শুভেচ্ছা স্বরূপ ছবির চারজন গুরুত্বপূর্ণ অভিনেত্রীকে নিয়ে‘নোলক’ ছবির স্থিরচিত্র প্রকাশ করা হয়। ছবিতে যে সব অভিনেত্রী রয়েছেন তারা হলেন চিত্রনায়িকা ববি, মৌসুমী, নিমা রহমান ও রেবেকা। শাকিব-ববি ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্তসহ আরও অনেকে।
এ মাসেই ‘নোলক’ এর টিজার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা সাকিব সনেট। বি হ্যাপী এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘নোলক’ এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। রামোজি ফিল্ম সিটিতে এ ছবির শুটিং করা হয়।