নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা সোহেল রানা বয়াতী। ছবিটির নাম ‘তর্জনী’। ছবিটির চিত্রনাট্য করছেন শাহাদাত রাসএল। চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষের দিকে বলে জানান নির্মাতা।
আগামী এপ্রিলে চলচ্চিত্রের কাজ শুরু করবেন জানিয়ে সোহেল রানা বয়াতী বলেন, এখন কলাকুশলী বাছাইয়ের পর্ব চলছে। কীভাবে মুক্তিযুদ্ধকে নতুন একটা পয়েন্ট অব ভিউ থেকে তুলে ধরা যায় সেভাবেই চিত্রনাট্যকারের সাথে বসে সাজিয়েছি সবকিছু।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের মূল জায়গাটাকে ফোকাস করতে চাই। দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৭ মার্চের ভাষণ নিয়ে কাজ করবো। শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে চলচ্চিত্রটির শিল্পী-কলাকুশলীর নাম ঘোষণা করবেন বলে জানান নির্মাতা সোহেল রানা বয়াতী।