নিজস্ব প্রতিবেদক : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘যদি একদিন’ দ্বিতীয় সপ্তাহে ৩৩ হলে মুক্তি পাচ্ছে। ৮ মার্চ দেশের ২২টি সিনেমা হলে মুক্তি পায় তাহসান-শ্রাবন্তী অভিনীত ছবিটি। ছবিটি মুক্তির পর ব্যাপক সাড়া পড়ে ছবিটি নিয়ে। এ জন্য দ্বিতীয় সপ্তাহে আরও ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
শুক্রবার থেকে ‘যদি একদিন’ ছবিটি একযোগে ৩৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। এ বিষয়ে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘যদি একদিন’ মুক্তির পর থেকেই সবার কাছে দারুণ সাড়া পাচ্ছি। সবাই ‘যদি একদিন’ এর খুব প্রশংসা করছেন। এখন পর্যন্ত যে সব অঞ্চলে ছবিটি যায়নি সেসব অঞ্চল থেকেও ছবিটিকে মুক্তি দেয়ার জন্য একের পর এক বার্তা পাচ্ছি। অবশেষে দ্বিতীয় সপ্তাহ থেকে হল সংখ্যা বেড়েছে।
খুব শীঘ্রই অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকায় ছবিটি মুক্তি পাচ্ছে বলে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন। ফ্রান্স ও আয়ারল্যান্ডেও ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তাহসান ও শ্রাবন্তী ছাড়াও শিশুশিল্পী রাইসা, তাসকিন রহমান, সাবেরি আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশার প্রমুখ ছবিটিতে অভিনয় করেছেন। ছবিটির চিত্রনাট্য করেছেন যৌথভাবে আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড ছবিটি প্রযোজনা করে।