ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অভিষেক হচ্ছে বড়পর্দায়। ‘কাঠবিড়ালী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে তাকে। ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে ছবিটি।
নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে ছবিটি নির্মিত হচ্ছে। পরিচালকের গল্পে ‘কাঠবিড়ালী’র চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ।
ইতোমধ্যে চলচ্চিত্রের লোগো ও কিছু ছবি প্রকাশ করা হয়েছে। অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে এ ছবিতে দেখা যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আবীরকে।
ছবিটি নিয়ে অভিনেত্রী স্পর্শিয়া বলেন, এটা আমাদের সবার ছবি। গত দুই বছর ধরে সবাই ছবিটি লালন করছি। বড় করছি। এবার ছবিটি মুক্তি দেয়ার অপেক্ষা। কাঠাবিড়ালী নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয় সব কিছুই দর্শকদের অন্য রকম অনুভূতি দেবে। কাঠবিড়ালী সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
এর আগে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করে আলোচনায় ছিলেন অর্চিতা স্পর্শিয়া। ছোটপর্দায় নাটক করে জনপ্রিয়তা পান এ অভিনেত্রী।
এর আগে মুক্তা চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। প্রথম চলচ্চিত্র নিয়ে তাই উচ্ছসিত তিনি। তিনি বলেন, আমাদের স্বপ্নের ছবি ‘কাঠবিড়ালী’। এতে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। ছবিটিতে সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। এখন নিয়ে আসছি দর্শকদের সামনে। তাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।
স্পর্শিয়া ও আবীর ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায় এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে।