ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক শফিউল আলম রাজা মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর পল্লবী এলাকার নিজের ভাড়া বাসার দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পল্লবীর থানা সেতারা টাওয়ারের পেছনের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শফিউল আলম রাজার শ্যালিকা শিল্পী জানান, ঘটনার সময় তার স্ত্রী অফিসে ছিলেন আর বাচ্চারা স্কুলে। রাজা ভাই বাসায় ঘুমাচ্ছিলেন। দেরি করে ঘুম থেকে ওঠাই তার অভ্যাস ছিলো। কিন্তু আজ আর তিনি ঘুম থেকে ওঠেননি, চলে গেছেন না ফেরার দেশে।
নব্বই দশকের শেষের দিকে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৯৮ সাল থেকে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন দৈনিকের বিনোদন পাতায় লেখালেখি করতেন। ২০০২ সালে দৈনিক জনতায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন তিনি। এছাড়া দৈনিক অর্থনীতি ও যুগান্তরেও কাজ করেছেন। সর্বশেষ তিনি অনলাইন নিউজপোর্টাল প্রিয়ডটকমের প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেন।
শফিউল আলম রাজার জন্ম কুড়িগ্রামে। সঙ্গীতপ্রেমী শ্রোতা-দর্শকের কাছে ‘ভাওয়াইয়া রাজা’ নামে পরিচিত ছিলেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য শফিউল আলম রাজা এর সাবেক সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মিরপুরে শফিউল আলম রাজার ‘কলতান’ নামে একটি গানের স্কুল রয়েছে।