নিউজ ডেস্ক :
বাংলা সিনেমার প্রথিতযশা কৌতুক অভিনয়শিল্পী চিন্ময় রায়ের চিরপ্রস্থান ঘটেছে। হাসির রাজা হিসেবে খ্যাত এই শিল্পী রোববার রাতে ৭৯ বছর বয়সে কলকাতার সল্টলেকে তাঁর নিজ বাসভবনে মারা যান। তিনি বেশকিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
রোববার রাতের খাবার খাওয়ার পর শুয়ে পড়লে অসুস্থ বোধ করেন তিনি। রাত ১০টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়। কালচারাল ইয়ার্ড পরিবার তাঁর প্রয়ানে শোকাহত।
চিন্ময় রায়ের মৃত্যুতে কলকাতার চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। টালিউডের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
১৯৪০ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন চিন্ময় রায়। কলকাতার থিয়েটার মঞ্চ থেকে চিন্ময় রায়ের অভিনয় জীবন শুরু। নান্দীকারের মতো প্রখ্যাত গ্রুপ থিয়েটারে ছিলেন। এক সময় থিয়েটার থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১৯৬৬ সালে তপন সিনহার পরিচালনায় ‘গল্প হলেও সত্যি’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু। প্রখ্যাত কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, ছায়া দেবী এ ছবিতে অভিনয় করেছিলেন।
চিন্ময় রায় অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবি, বসন্ত বিলাপ, চার মূর্তি, মৌচাক, হাটে–বাজারে, ঠগিনী, ফুলেশ্বরী, ওগো বধূ সুন্দরী, সুবর্ণ গোলক, ধন্যি মেয়ে, গোপী গাইন বাঘা বাইন, পিকনিক, আঁধার পেরিয়ে, ছুটির ফাঁদে, নিধিরাম সর্দার, কাগজের নৌকাসহ অসংখ্য। এছঅড়া তিনি ইন্দো-অস্ট্রেলিয়ান যৌথ ছবি ‘সুদামা দ্য হাফম্যান’ এ অভিনয় করেছেন। ‘বসন্ত বিলাপ’ ছবিতে চিন্ময় রায়ের সেই ঐতিহাসিক সংলাপ আজও ইতিহাস হয়ে আছে, ‘একবার বলো তুমি উত্তমকুমার’। ওই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ প্রমুখ।