নিজস্ব প্রতিবেদক : কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য তার ব্যান্ড দল ‘সোমলতা এন্ড এসেস’কে নিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার একটি কর্পোরেট শোতে অংশ নিয়ে এখানে গান গাইবেন তিনি। আয়োজক প্রতিষ্ঠানটি থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সোমলতা ও তার ব্যান্ড দল বৃহস্পতিবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে একটি কর্পোরেট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গাইবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চে উঠবেন তিনি। দুপুরে গণমাধ্যমের সাথে কথাও বলবেন সোমলতা। শুক্রবার সকাল ১০টার ফ্লাইটে তিনি আবার কলকাতায় ফিরে যাবেন।
কলকাতা বিমান বন্দরে ঢাকায় আসার আগ মুহূর্তে সোমলতা ও তাঁর ব্যান্ড
সোমলতা সলো গান ও অ্যালবাম প্রকাশের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের গানও করেন নিয়মিত। ২০০৭ সালে ‘পারফেক্ট ওমেন’ চলচ্চিত্রে প্রথমবারের মতো তিনি প্লেব্যাক করেন। ক্রস কানেকশান, রঞ্জনা আমি আর আসবো না, বেড রুম, বোঝে না সে বোঝে না, বেলাশেষে’র মতো চলচ্চিত্রে গান গেয়ে তুমুল জনপ্রিয়তা হন তিনি।
তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সুপার হিট ছবি ‘ঢাকা অ্যাটাক’-এ ‘টুপ টাপ’ শিরোনামের একটি গানেও কণ্ঠ দেন। এই গানে তারসঙ্গে কণ্ঠ দেন তারকা শিল্পী অরিজিৎ সিং।