বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজন করেছে ‘চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৯’। শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এর উদ্বোধনী অনুষ্ঠান ও সিনেমা প্রদর্শনী।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্রকার ও চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভী, সৈয়দ সালাহউদ্দীন জাকী, চলচ্চিত্র শব্দ-প্রকৌশলী ও নির্মাতা রতন পাল এবং চলচ্চিত্র গবেষক ও সমালোচক অধ্যাপক ফাহমিদুল হক।
অনুষ্ঠানে প্রারম্ভিক আলোচনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি ও কর্মশালা পরিচালক বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ২০১৮ সালে অস্কার, ভেনিস ও গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত মেক্সিকান চলচ্চিত্রকার আলফনসো কুয়ারন নির্মিত চলচ্চিত্র ‘রোমা’ প্রদর্শিত হবে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে এ কর্মশালা আয়োজন হয়ে আসছে নিয়মিত। বরাবরের মতো ছয় মাস মেয়াদী এই কর্মশালায় স্বাধীনধারায় চলচ্চিত্র নির্মাণে উৎসাহী তরুণদের চলচ্চিত্র নির্মাণের তত্ত্বীয় ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হবে। এই কর্মশালার মাধ্যমে স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণ ও নির্মাণ বিষয়ক শিক্ষা ও প্রণোদনা প্রদান করা হবে।