বিপাশা হায়াত, মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের একজন জনপ্রিয় ও নন্দিত তারকা। তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি নাট্য নির্মাতা হিসেবেও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। ১৯৭১ সালের ২৩ মার্চ তিনি জন্ম গ্রহণ করেন। আলোকিত এই অভিনয় শিল্পীর জন্মদিন আজ।
জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাঁর রইলো অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
বিপাশা হায়াত অভিনয় ও নির্মাণের পাশাপাশি একজন চিত্রশিল্পী ও কন্ঠশিল্পীও। তবে তিনি নিজেকে একজন চিত্রশিল্পী হিসেবেই পরিচয় দিতে আনন্দবোধ করেন। বাবা প্রতিথযশা অভিনেতা আবুল হায়াত। বোন নাতাশা হায়াতও অভিনয় শিল্পী হিসেবে সুনাম কুড়িয়েছেন। সংসার করছেন চিত্রপরিচালক ও অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে। তাঁর এক ছেলে ও এক মেয়ে।
নব্বই দশকের টেলিভিশন নাটকের উজ্জ্বল তারকা ছিলেন তিনি। বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমনি’তে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এছাড়া তৌকির আহমেদের জয়যাত্রা সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য সবার মনে গেঁথে আছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতকোত্তর পাশ করে থিয়েটারে যুক্ত হোন। সেখান থেকে অভিনয়ে নিয়মিত হয়ে পড়েন। তবে এখন চিত্রকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।