ইহলোক ত্যাগ করে পরপারে চলে গেলেন কিংবদন্তি গায়িকা শাহনাজ রহমতুল্লাহ। শনিবার রাত সাড়ে এগারোটায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৭ বছর।
প্রখ্যাত এই কণ্ঠশিল্পীর মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমেছে শোকের ছায়া। কালচারাল ইয়ার্ড পরিবার এই কিংবদন্তি গায়িকার রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছে।
জানা যায়, রাত এগারোটার দিকে হঠাৎ করে নিজ বাসাতেই শাহনাজ রহমতুল্লাহ শারীরিকভাবে অসুস্থবোধ করছিলেন। এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওযায় হয়। কিন্তু তার আগেই তিনি ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।