সাতচল্লিশে ঘটে যাওয়া দেশভাগের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘সুরাইয়া’। ভারতের প্রখ্যাত লেখক ও সাংবাদিক কুলদীপ নায়ারের গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। ছবিটির চিত্রনাট্যে সজল আহমেদ, সংলাপে অনিরুদ্ধ রাসেল ও পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল।
সিনেমাটিতে দেখা যাবে, দেশভাগের পর পাকিস্তানের রাওয়ালপিণ্ডি থেকে ভারতে চলে যায় সুরাইয়ার পরিবার। তারা শিখ ধর্মাবলম্বী। চলে যাওয়ার এ কষ্ট সহ্য করতে না পেরে তার মা ও বোন আত্মহত্যা করে। ছোট সুরাইয়া একটি মুসলিম পরিবারে আশ্রয় পায়। সেখান থেকে মাদ্রাসায় ইসলামী শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে শিক্ষকতাও শুরু করেন। এমন সময় সুরাইয়ার ভাই ভারত থেকে তার সঙ্গে দেখা করতে যায়। শুরু হয় নাটকীয়তা। এভাবেই এগিয়ে যায় গল্প।
ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শিবা আলী খান। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে।