শুটিং ইউনিট নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ইরান-বাংলাদেশের যৌথ-প্রযোজনার ছবি ‘দিন-দ্য ডে’র শুটিং করতে শুক্রবার তিনি ঢাকায় এসে পৌছাবেন বলে জানা গেছে।
জানা যায়, চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র অনন্ত জলিল দুর্ঘটনার শিকার হয়ে বিশ্রামে আছেন। তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার ভোরে ডিরেক্টর ও ক্রুসহ ১৭ জনের একটি দল ঢাকায় এসে পৌঁছাবে। এরপর অনন্ত জলিলের সঙ্গে বৈঠক করে ঢাকার লোকেশন দেখা ও সে অনুযায়ী শুটিং পরিকল্পনা ঠিক করা হবে। টানা ১৫ দিন ‘দিন-দ্য ডে’র ঢাকায় শুটিং চলবে বলে জানা গেছে।
এর আগে ইরানে ‘দিন-দ্য ডে’র শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন দেশের তারকা অভিনেতা অনন্ত জলিল। তিনি এখন ছয় সপ্তাহের বিশ্রামে আছেন। ‘দিন দ্য ডে’ একটি আন্তর্জাতিক মানের ছবি হতে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ছবিতে স্টার কাস্ট ছাড়াও ফাইটিং ডিরেক্টর, পোশাক ও মঞ্চ সজ্জা, স্ট্যানম্যান্ট-সবাই ইরানের।
অনন্ত জলিলকে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। তিনি সিনেমাটির বাংলাদেশ অংশের প্রযোজকও।