কলকাতায় পুরস্কৃত হলে বাংলাদেশি চার তারকা। সোমাবার বিকেলে পশ্চিমবঙ্গের প্রগতি বাংলার আয়োজনে গ্যালারি গোল্ড অডিটারিয়ামে অনুষ্ঠিত ‘প্রগতী বাংলা অ্যাওয়ার্ড-২০১৯’ র্শীষক সম্মাননা প্রদান করা হয় তাদেরকে।
পুরস্কৃত তারকারা হলেন- বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি, উপস্থাপক আনজাম মাসুদ, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ও গীতিকার কবির বকুল।
সম্মাননা পাওয়ার পরে নিজের অভিব্যক্তি প্রকাশ করে চিত্রনায়িকা পপি বলেন, ‘যেকোনো সম্মাননাই আনন্দের। আর সেটি যদি হয় ভিন্ন দেশ থেকে পাওয়া, তবে তো কোনো কথাই নেই। সত্যি দারুণ লাগছে।’ তাকে পুরস্কার দেয়ায় অনুষ্ঠানের আয়োজকদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেন তিনি।
ড্যান্স কোরিওগ্রাফার সোহাগের বলেন, ‘এর আগেও আমি কলকাতা থেকে সম্মাননা পেয়েছি। তাছাড়া যে কোনো সম্মাননা প্রাপ্তিই আনন্দের। বিশেষ করে এটি যদি আন্তর্জাতিকভাবে হয়, তাহলে সেটা আরও বেশি আনন্দের। আমি অনুষ্ঠান সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ আমাকে এমন একটি সম্মাননা দেয়ার জন্য। ’