এবার নির্মিত হতে যাচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠদের নিয়ে সিনেমা ‘বীরশ্রেষ্ঠ সাতজন’। চলচ্চিত্রটি নির্মাণ করবেন পরিচালক এফ আই মানিক। মুক্ত বিহঙ্গ চলচ্চিত্রের ব্যানারে নির্মিতব্য এই ছবির ইংলিশ টাইটেল হবে ‘সেভেন হিরোজ অব দ্য নেশন’।
এতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান– এমনটাই জানিয়েছেন এফ আই মানিক।
পরিচালক জানান, প্রয়াত কবি সৈয়দ শামসুল হক এই সিনেমার কাহিনী লাইন আপ তৈরি করেছিলেন। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয়ন নামের এক শিক্ষার্থী চুড়ান্ত কাহিনী ও সংলাপ লিখছেন।
তিনি জানান, নয়ন অসম্ভব সুন্দর স্ক্রিপ্ট করছে। সাত বীরশ্রেষ্ঠের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে সে স্ক্রিপ্ট তৈরি করছে। আমি তার কাজে সন্তুষ্ট। আমার বিশ্বাস দেশের মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা নির্ভর এই ছবিটি সেলুলয়েডে জীবন্ত হয়ে উঠবে।
ছবির চরিত্র নিয়ে মানিক জানান, ‘বীরশ্রেষ্ঠ সাতজন’ সিনেমায় মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠের ভূমিকায় শাকিব খানসহ সাতজন নায়ক অভিনয় করবেন। তবে শাকিবের বিপরীতে কে নায়িকা হবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি।
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় প্রসঙ্গে শাকিব বলেন, কিছু দিন আগেই পরিচালক এফ আই মানিকের সঙ্গে কথা হয়েছে। উনি ছবিটির গল্প ও আমার চরিত্র আমাকে শুনিয়েছেন। আমার পছন্দ হয়েছে। চুড়ান্ত চিত্রনাট্যের কাজ শেষ হলে ছবিটিতে অভিনয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবো।