নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল ৩ এপ্রিল ‘জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৯’ উপলক্ষে এফডিসি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি নানা আয়োজন করেছে। বুধবার ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী এফডিসিতে নানা আয়োজনে পালন করা হবে চলচ্চিত্র দিবস। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সারাদেশে শিল্পকলা একাডেমির মিলনায়তনগুলোতে চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়েছে। চারদিনব্যাপী চলবে এ আয়োজন। এদিকে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, শর্টফিল্ম ফোরামসহ চলচ্চিত্র সংসদগুলোর রয়েছে নানা আয়োজন। এবারের চলচ্চিত্র দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’।
মঙ্গলবার দুপুর ১২টায় এফডিসি’র জহির রায়হান প্রজেকশন হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন কমিটি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উদ্যাপন কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক আলমগীর, এফডিসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।
চলচ্চিত্রকার সৈয়দ হাসান ইমাম চলচ্চিত্র দিবসের কর্মসূচি বিষয়ে জানান, জাতীয় চলচ্চিত্র দিবসের দুইদিনব্যাপী আয়োজনের প্রথমদিন এফডিসি চত্বরে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ আয়োজনের উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) ও তথ্য সচিব আবদুল মালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএফডিসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ। এছাড়া পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী, কলাকুশলীরা উপস্থিত থাকবেন।
এফডিসিতে প্রথমদিন বর্ণাঢ্য শোভাযাত্রা, রেড কার্পেট, মেলা উদ্বোধন, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় এফডিসি’র ৮নং শুটিং ফ্লোরে ‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায়’- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়া আরও উপস্থিত থাকবেন তথ্যসচিব আবদুল মালেক, প্রবন্ধকার এবং সেমিনার উপকমিটির আহ্বায়ক মতিন রহমানসহ অনেকে। দ্বিতীয় দিনে সন্ধ্যায় থাকবে চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার আয়োজনের সহযোগিতায় আছে বেক্সিমকো গ্রুপ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবারের চলচ্চিত্র দিবস উপলক্ষে দেশের ৬৪ জেলায় চলচ্চিত্র প্রদর্শনী ও সভা সেমিনারের আয়োজন করেছে। ৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলবে এ আয়োজন। শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে থাকছে নানা আয়োজন। প্রথম দিন আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। ৪ এপ্রিল বিকাল ৪টায় সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী ও আয়োজকদেরকে নিয়ে আড্ডার আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ।
৫ এপ্রিল বিকেল ৫টায় শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, বিষয়ভিত্তিক প্যানেল আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন থাকছে। ৬ এপ্রিল বিকেল ৪টায় শর্টফিল্ম ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হবে তরুণ চলচ্চিত্র নির্মাতাদেরকে নিয়ে মত বিনিময় সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের আড্ডা।
উল্লেখ্য, ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিনকে সামনে রেখে ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে সরকারিভাবে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেন।