নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আব্দুল আজিজ। চলচ্চিত্র সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার তিনি। দেশের অসংখ্য চলচ্চিত্র প্রযোজনা করেছেন, যুক্ত হয়েছেন চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও। আজ ৬ এপ্রিল বর্তমান চলচ্চিত্রের ডনখ্যাত এ প্রযোজকের জন্মদিন।
ছাত্রজীবন থেকেই গান, কবিতা ও গল্প লেখার প্রতি ঝোঁক ছিলো তাঁর। কবিতা লিখতেন। স্বপ্ন ছিল পাইলট হওয়ার তবে হলেন চলচ্চিত্র প্রযোজক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মার্স্টাস ডিগ্রি অর্জন করেছেন। এরপর নেমেছেন ব্যবসায়। আব্দুল আজিজ প্রতিষ্ঠা করেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
২০১২ সালে সিনেমা নির্মাণ শুরু করেন জাজ মাল্টিমিডিয়া। ইতোমধ্যেই ১৩টি সিনেমা যৌথ প্রযোজনাসহ ৪১টি চলচ্চিত্র মুক্তি দিয়েছে তারা। এসব সিনেমার মাধ্যমে দেশীয় চলচ্চিত্রকে উপহার দিয়েছে বেশ কিছু নতুন মুখ। তাদের মধ্যে চিত্রনায়ক আরিফিন শুভ, বাপ্পি চৌধুরী, চিত্রনায়িকা মাহিয়া মাহি, সায়মন সাদিক, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, পূজা চেরি, জিয়াউল রোশান, শিপন মিত্র অন্যতম।
এরপর অ্যানালগ সিনেমা হলগুলো ডিজিটাল করার ঘোষণা দিয়ে চলচ্চিত্র জগতে আলোড়ন তুলেন। তাঁর হাত ধরেই ঢালিউডে প্রথম ডিজিটাল সিনেমা ‘ভালোবাসার রঙ’ নির্মিত হয়, যদিও প্রথম ডিজিটাল নিয়ে কিছুটা বিতর্ক আছে।
মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন আছে তার প্রযোজিত ছয়টি সিনেমা। জ্বীন, শনিবার বিকেল, পুনরুজ্জীবন, কাঁটাতারের বেড়া, যৌথ প্রযোজনার মাসুদ রানা (এমআর৯) এবং নিজস্ব প্রযোজনার মাসুদ রানা।
প্রায় অর্ধশত সিনেমা প্রযোজনার পাশাপাশি বেশ কয়েকটি সিনেমা পরিচালনার সাথেও সম্পৃক্ত ছিলেন তিনি। তাঁর প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে পোড়ামন, অগ্নি, অনেক সাধের ময়না, দেশা: দ্য লিডার, রোমিও বনাম জুলিয়েট, অগ্নি ২, অঙ্গার, হিরো ৪২০, শিকারি, নিয়তি, রক্ত, প্রেম কি বুঝিনি, প্রেমি ও প্রেমি, মেয়েটি এখন কোথায় যাবে, ধ্যাততেরিকি, নবাব অন্যতম।