ইরান ও আফগানিস্তানে প্রায় ১৪ দিন শ্যুটিং শেষে এখন বাংলাদেশে ‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিংয়ে ইরানি নির্মাতাকে নিয়ে কাজ করছেন নায়ক অনন্ত জলিল। ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রে অনন্ত জলিল বাংলাদেশী অংশের প্রযোজক হিসেবে আছেন। ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের সঙ্গে পরিচালনাও করছেন অনন্ত।
মঙ্গলবার দুপুর থেকে কুড়িল বিশ্বরোড থেকে ১৫ কিলোমিটার উত্তরে রুপগঞ্জের গোবিন্দপুর গ্রামে চলে ছবিটির শ্যুটিং। সকালে শ্যুটিং শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় শ্যুটিং। গত ৭ দিন ধরে বাংলাদেশে চলছে ছবিটির দ্বিতীয় লটের শুটিং। এ শুটিং চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।
এর আগে ইরান ও আফগানিস্তানের সীমান্তে টানা ১৪ দিন শুটিং হয়েছে। রোজার মাসে তুর্কীতে ১৫ দিনের শুটিং হবে বলে জানিয়েছেন ছবিটির ইরানী নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশে এসে নিজের মুগ্ধতার কথাও জানান তিনি।
‘দিন-দ্য ডে’ নিয়ে অনন্ত জলিল বলেন, ব্যাংক থেকে মোটা অংকের টাকা চুরি হয়। ওইটা উদ্ধার করতে পুলিশ ব্যর্থ হন। তারপর সরকারি নির্দেশে সোয়াত অফিসার ডাকাতদের মেরে টাকাগুলো উদ্ধার করে। ওই সোয়াত অফিসারের ভূমিকায় আমি অভিনয় করছি। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, আদম পাচার হচ্ছে, মাদকের আধিপত্য-চোরাচালান সবকিছুই তুলে ধরা হচ্ছে ছবিতে।
দিন দ্য ডে চলচ্চিত্রে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করবেন তার স্ত্রী ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। নবাগত সুমন ফারুকও থাকছেন ছবিতে। পাশাপাশি এই সিনেমায় লেবানন ও ইরানের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও কাজ করছেন।