নারী দিবসে বিশ্বজুড়ে থ্রিডি ফরম্যাটে মুক্তি পায় মারভেল কমিকসের প্রথম নারী সুপারহিরো ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’। নারী সুপারহিরোর সাফল্য নিয়ে মুক্তির আগে সবাই ছিলো সন্দিহান। তবে আয়ের দিক থেকে এ ছবি এবার সাফল্যের শীর্ষে। ইতিমধ্যে ছবিটি ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি ডলার আয় করেছে। মার্ভেল কমিকসের স্বত্ত্বাধিকারী ওয়াল্ট ডিজনি কর্তৃপক্ষ নিজেরাই এ খবর নিশ্চিত করেছেন।
ছবিটি শুধু আমেরিকায়ই আয় করেছে ৩৫৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় উল্লেখযোগ্য। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৬৫৫ মিলিয়ন ডলার। প্রথম সপ্তাহেই আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় ছিলো ৪৫৫ মিলিয়ন ডলার।।
ঘরোয়া আয়ের দিক থেকে ছবিটি তার প্রতিপক্ষ ডিসি কমিকসের নারী সুপারহিরো নিয়ে নির্মিত ছবি ‘ওয়ান্ডার ওম্যান’-কে পেছনে ফেলে। ডিসি কমিকসের এই ছবিটি নিজ দেশে আয় করেছিলো মাত্র ১০০ মিলিয়ন ডলার।
ছবিটিতে সুপারস্টার ব্রি লারসন অভিনয় করেছেন। পরিচালনায় ছিলেন আনা বোডেন ও রায়ান ফ্ল্যাক। গত ৮ মার্চ বিশ্ব নারী দিবসে বিশ্বব্যাপী ক্যাপ্টেন মার্ভেল মুক্তি পায়।