নিজস্ব প্রতিবেদক : আগামী শুক্র ও শনিবার দুই দিনব্যপী রাজধানীর কেন্দ্রীয় গণ গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আবৃত্তি অনুষ্ঠান ‘সীমানাহীন সীমান্ত’। এ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য আবৃত্তিশিল্পীরা অংশগ্রহণ করবে। উৎসবটির আয়োজন করছে ‘ত্রিলোক বাচিক পাঠশালা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন জনাব গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহ। দুইদিনব্যপী এ আয়োজনে আবৃত্তি পরিবেশন করবেন বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তিশিল্পী আসাদুজ্জামান নূর, সৈয়দ হাসান ইমাম , জয়ন্ত চট্টোপাধ্যায়, রূপা চক্রবর্তী, শিমুল মুস্তাফা, হাসান আরিফ, ড. শাহাদাৎ হোসেন নিপুসহ আরও অনেকে।
ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা, আসাম, বর্ধমান, শিলিগুড়ি, মুর্শিদাবাদ ও কলকাতা থেকে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে ত্রিলোকের এই উৎসবে আবৃত্তি পরিবেশন করবেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী মুনমুন মুখার্জী, উপম শইকিয়া, মৌটুসী দত্ত, সুদীপ ভট্টাচার্য, চৈতালী শীল, অমিতাভ কাঞ্জিলাল প্রমুখ।