সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফের জন্মদিন
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
চলচ্চিত্রকার, পরিচালক, অভিনেতা ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফের জন্মদিন আজ। ১৯৫০ সালের ১৫ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। তিনি অসংখ্য মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন। দেশীয় নাটককে নিয়ে গেছেন আন্তর্জাতিক অঙ্গনে। তাঁকে বলা হয় মঞ্চ কান্ডারি। তিনি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মাণ করেছেন চলচ্চিত্র। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা একাত্তরের যীশু ও গেরিলা নির্মাণের জন্য দেশে বিদেশে অসংখ্য পুরস্কার অর্জন করেন তিনি। দেশের সংস্কৃতি নিয়ে কাজ করেন। বর্তমানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তিনি। নাসির উদ্দিন ইউসূফের জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের শুভেচ্ছা।
প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের সঙ্গে মিলে নাসির উদ্দীন ইউসুফ প্রতিষ্ঠা করেন ঢাকা থিয়েটার। বাংলাদেশ গ্রাম থিয়েটারও প্রতিষ্ঠা করেন তিনি। বাংলা নাটকের শেকড়সন্ধানী কাজ করেন তিনি। ২০১২ সালে তাঁর নির্দেশনায় বিশ্বখ্যাত গ্লোব থিয়েটারে প্রথম বাংলাভাষার নাটক হিসেবে উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য টেম্পেস্ট’ মঞ্চস্থ হয়। রুবাইয়াৎ আহমেদ এটির অনুবাদ ও রূপান্তর করেছেন। তাঁর নির্দেশিত নাটকগুলোর মধ্যে রয়েছে কীত্তনখোলা, কেরামতমঙ্গল, হাতহদাই, যৈবতীকন্যার মন, বনপাংশুল, প্রাচ্য ও নিমজ্জন প্রভৃতি।
১৯৮০ সালে তিনি চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমায় অভিনয় করেন। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র একাত্তরের যীশু নির্মাণ করেন। এটিই তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র। ২০১১ সালে তিনি গেরিলা চলচ্চিত্র নির্মাণ করেন। ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১১-এ এশিয়ার সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয় ছবিটি।
২০১২ সালে গেরিলা চলচ্চিত্রটি মেরিল প্রথম আলো পুরস্কার এর সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। এই চলচ্চিত্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কারও পান তিনি। ২০১৩ সালে ‘গেরিলা’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবেও পুরস্কার পান তিনি। এবাদুর রহমানের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতার পুরস্কার অর্জন করেন তিনি। চলচ্চিত্রটি সে বছর ইস্তাম্বুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সার্ক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয়।
এছাড়া ২০১৪ সালে প্রদত্ত বাচসাস পুরস্কার-এ চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে এবং তিনি শ্রেষ্ঠ পরিচালক এবং এবাদুর রহমানের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতার পুরস্কার অর্জন করেন।
২০১১ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ার সেরা চলচ্চিত্র হিসেবে বিজয়ী হয় নাসির উদ্দীন ইউসুফ নির্মিত গেরিলা। ২০১২ সালে ছবিটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়।
২০১২ সালে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে ফজলুল হক স্মৃতি পুরস্কার অর্জন করেন। ২০১৪ সালে মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যাচার্য সেলিম আল দীন পদক পান। নাট্য নির্দেশক হিসেবে ২০১৫ সালে নরেন বিশ্বাস পদক অর্জন করেন তিনি।